বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সাহিত্য ও কবিতা

জয়ধ্বনি |||| পুলক বড়ুয়া


জয়ধ্বনি |||| পুলক বড়ুয়া


আমি আজ মিছিলে একটি পঙক্তি বলে যাব
আমি আজ শ্লোগানে একটি ধ্বনি দেব
আমি আজ পোস্টারে একটি কথা উৎকীর্ণ করব

আমার প্ল্যাকার্ড-ফেস্টুন-ব্যানার পূর্ণ হবে
একটি পুণ্যের শিরোনামে—
আর কিছু নয়—প্রিয়া নয়, প্রিয় নয়—অমেয় অমিয়
সৃষ্টিতে-দৃষ্টিতে-রঙ-তুলিতে-লিপিতে-স্মৃতিতে-শ্রুতিতে
নীরব কথন শুধু নন, শুধুই সরব নন
সেই কন্ঠস্বর, বজ্রকন্ঠ
আমি মঞ্চে মঞ্চে তাঁর কথামালা গেঁথে যাব
কুঞ্জে কুঞ্জে পাখিরা কূজন করবে কোরাস কন্ঠে

বলবে একটি অভিধায়—বঙ্গবন্ধু—
জাতির সাহসী মিতা—বাঙালি জাতির পিতা
স্বাধীনতার বিশুদ্ধ স্বরূপ সন্ধানে বিনির্মাণে
মুক্তিস্নানে পরাধীনতার আলখাল্লা ফেলে
শুচি-শুদ্ধ হয়েছে স্বদেশ
যেন পাকি-পরাজেয় শব্দটি পায়ের কাছে তাঁর
লুটিয়ে পড়বে—হায়েনার দল আত্মসমর্পণে
ন্যুব্জ হবে—রেসকোর্সের যেখানে
তিনি উচ্চারণ করেছিলেন এ
মুক্তি ও স্বাধীনতা শব্দটি :
যে স্থানে পাকিস্তানের অসুস্থ-পরাস্ত
আয়ুধসমূহ অবনত মস্তকে দাঁড়াবে, গর্জে
উঠবে মুক্তিযুদ্ধের হাতিয়ার—বিজয়ের
স্মারক : বাংলার জয়ধ্বনি : জয়বাংলা : বাংলাদেশ ।

সংবাদটি শেয়ার করুন