সাহিত্য ও কবিতা

চোখে চোখ রেখে ||||| পুলক বড়ুয়া


চোখে চোখ রেখে

-পুলক বড়ুয়া


আমি ওই একটা মুহূর্তকে ধরে রাখতে চেয়েছিলাম
যেখানে এসে ভর করবে তোমার সারাটি জীবন
যেখানে এসে ভর করেছিল তোমার এপর্যন্ত জীবন

নদীর বুকের দিকে তাকালে
নদীজলে মৎস্যকন্যা ঘাই দিলে
একজনের কথা মনে হয়
আমি সাগরের ঢেউগুলো গুনতে গিয়ে
আমি সাগরের ঢেউগুলো বুকে নিয়ে
ভেবেছি বিমূর্ত তার কথা
তোমাকে কখনো দেখিনি
চকিতে তোমাকে অনুভব করি
শুধু ধরিত্রীর ভঙ্গিমা গিরিমালাকে দেখেছি
তার প্রতি অঙ্গ প্রতি বাঁকে
জড়িয়ে আছে এখনো অনেক অরণ্য-আব্রু
কখনো কাছে কখনো দূর থেকে দেখেছি
কখনো শুধু অন্তর্জালে কখনো শুধু অন্তর্চোখে
এই চর্মচোখ সত্বেও
সে স্বপ্ন নয়, সে কল্পনা নয়
সুন্দরী গিরিঝর্ণাকে নির্জনে বয়ে যেতে দেখি
তপোবনে ঋষিকন্যার মতো

নক্ষত্রলোকে দেখেছি তারার ঝিকিমিকি
এবং তোমার চোখে চোখ রেখে আমি
যা দেখি তাই শিখি
যা চিনি তাই লিখি




এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন