ফিচার্ড বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সাহিত্য ও কবিতা

পিতা ||| পুলক বড়ুয়া

পিতা ||| পুলক বড়ুয়া
পিতা মানে তুমি
তুমি মানে আমরা
আমরা মানে প্রেম
প্রেম মানে পিতা
পিতা মানে ক্ষমা
ক্ষমা মানে ভালোবাসা
ভালোবাসা মানে ঔদার্য
ঔদার্য মানে ঐশ্বর্য
ঐশ্বর্য মানে ঐতিহ্য
ঐতিহ্য মানে মহার্ঘ
মহার্ঘ মানে মহান
মহান মানে অমেয়
অমেয় মানে অপার
পিতা মানে মহীরুহ
মহীরুহ মানে ছায়াঢাকা
ছায়াঢাকা পাখিডাকা
পাখিডাকা মায়াঢাকা
মায়াঢাকা কায়াময়
কায়াময় মানে স্বাধীনতা
স্বাধীনতা মানে সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব মানে স্বদেশ
স্বদেশ মানে প্রিয়ভূমি
প্রিয়ভূমি মানে মাতৃভূমি
মাতৃভূমি মানে তুমি
তুমি মানে জন্মভূমি
জন্মভূমি মানে পিতৃভূমি
পিতৃভূমি মানে আমি
আমি মানে নাগরিক
নাগরিক মানে অধিকার
অধিকার মানে শান্তি
শান্তি মানে প্রগতি
প্রগতি মানে অতিক্রম
অতিক্রম মানে সাম্য
সাম্য মানে সুষমা
সুষমা মানে দৃষ্টি
দৃষ্টি মানে সৃষ্টি
সৃষ্টি মানে অমরা
অমরা মানে আমরা
আমরা মানে অনেক
অনেক মানে একতা
একতা মানে একটি
একটি মানে একক
একক  মানে একত্রে
একত্রে মানে সমস্বরে
সমস্বরে মানে সঙ্গীত
সঙ্গীত মানে স্বর
স্বর মানে স্বাক্ষর
স্বাক্ষর মানে সত্তা
সত্তা মানে ঠিকানা
ঠিকানা মানে নিশানা
নিশানা মানে নিশান
নিশান মানে দেশ
দেশ মানে ভাষা
ভাষা মানে পরিমিতি
পরিমিতি মানে পরিণতি
পরিণতি মানে শিরোনাম
শিরোনাম মানে মুক্তিসংগ্রাম
মুক্তিসংগ্রাম মানে শেখ মুজিব
শেখ মুজিব মানে ১৭ই মার্চ
১৭ই মার্চ মানে ৭ই মার্চ
৭ই মার্চ মানে ২৬শে মার্চ
২৬শে মার্চ মানে ৩২ নম্বর
৩২ নম্বর মানে ১৬ ডিসেম্বর
১৬ ডিসেম্বর মানে ১৬×২ = ৩২ নম্বর
দ্বিগুণ রক্ত-সবুজ বাংলাদেশ

বঙ্গবন্ধুর বাংলাদেশ ‌‍বঙ্গবন্ধু জাদুঘর !




সংবাদটি শেয়ার করুন