ধর্ম-কর্ম ফিচার্ড

ভূমিকম্প হলে যে দোয়া পড়তে হয়

arabian-man-eid-mubarak

ভূমিকম্প মহান আল্লাহর ক্ষমতা ও মহাশক্তির একটি ক্ষুদ্র নিদর্শন। এটি মানুষকে সতর্ক করে দেয় যে নিজেদের আচার-আচরণ পর্যালোচনা করতে হবে, অন্যের প্রতি অত্যাচার থেকে বিরত থাকতে হবে এবং গুনাহ ও অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। মহামহিম আল্লাহর স্মরণে অধিক মনোযোগী হয়ে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করাই হলো উত্তম পথ। রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, ভূমিকম্পসহ যেকোনো বিপদে আল্লাহর সাহায্য কামনা করতে।

বুখারির একটি হাদিসে উল্লেখ রয়েছে, ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বাড়বে, সময় দ্রুত সংকুচিত হবে, সমাজে ফিতনা-ফ্যাসাদ ছড়িয়ে পড়বে এবং খুনখারাবি বৃদ্ধি পাবে। মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে তা সামাল দেওয়া কঠিন হয়ে উঠবে। (বুখারি, হাদিস : ৯৭৯)

রাসুল (সা.) আরও বলেছেন, যে ব্যক্তি এই দোয়া দিনে তিনবার পড়ে, আল্লাহ তাকে আকাশ ও পৃথিবীর সব বিপদ থেকে রক্ষা করেন:
উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুররু মা‘আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি‘i ওয়াহুয়া সামিয়ুল আলিম।

ভূমিকম্প অনুভূত হলে মাটির দিকে তাকিয়ে ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লাঈ রাব্বিকুমা তুকাজ্জিবান’ পড়তে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত কম্পন থেমে না যায়। পাশাপাশি আরও একটি দোয়া পড়া যেতে পারে—
উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ার হাম্না, ওয়া আন্তা খইরুল গফিরিন।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের অভিভাবক—সুতরাং আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি সর্বাধিক ক্ষমাশীল। (সূরা আরাফ, আয়াত ১৫৫)

তিরমিজির এক বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন সমাজে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের প্রচলন বাড়বে, আমানতের খেয়ানত করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে, দ্বীনের জ্ঞান ছাড়া বিদ্যা অর্জিত হবে, স্বামী স্ত্রীর কথা মেনে চলবে কিন্তু মায়ের প্রতি বিরূপ আচরণ করবে, বন্ধুকে গুরুত্ব দিয়ে পিতাকে অবহেলা করা হবে, মসজিদে উচ্চস্বরে হৈচৈ হবে, নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্বে ওঠে আসবে, খারাপ কাজ করে মানুষ খ্যাতি অর্জন করবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর বিস্তার ঘটবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মানুষ অতীত প্রজন্মকে অভিশাপ দিতে শুরু করবে— তখন প্রবল বায়ুপ্রবাহ ও ভয়াবহ ভূমিকম্প দেখা দেবে যা ভূমিকে ধ্বংস করে দেবে। (তিরমিজি, হাদিস : ১৪৪৭)

সূত্র : দৈনিক জনকন্ঠ

এফএইচ/বিডি


CBNA24  রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।

সংবাদটি শেয়ার করুন