মার্কিন ভিসা ও ৬-কংগ্রেসম্যানের বাইডেনকে লেখা চিঠি নিয়ে বাংলাদেশ সরকার এখন একটু দোদুল্যমান অবস্থায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আমেরিকা, তিনি নিউইয়র্ক ও ওয়াশিংটন যাবেন, কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন। কেউ কেউ বলছেন, মোদী ওয়াশিংটনে শেখ হাসিনা’র পক্ষে লবিং করবেন।
ভারতের জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক প্রফেসর শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে বলেছেন যে, ভারত সরকার কখনই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন-দরবার করবে না! মোদী কি করবেন তিনি জানেন, তবে ভারত সম্ভবত: শেখ হাসিনা’র পক্ষে।
মার্কিন ভিসা না দিলে কি হয়? কানাডা বলেছে তারা মার্কিন ভিসা নীতি অনুসরণ করবেন। ইইউ একই পথ ধরবে। বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গত সপ্তাহে হোয়াইট হাউসে বসে বাইডেনের সাথে কোলাকুলি করে গেছেন। সাবেক মন্ত্রী মাহিয়া মুরাদ কোন দেশে আশ্রয় না পেয়ে দেশে ফিরে গেছেন, ভিসা না দিলে ‘বেগম-পাড়া’র অবস্থা কি হবে কেজানে?
যুক্তরাষ্ট্র এবার ‘দৃষ্টিকটু’-ভাবে প্রকাশ্যে নেমেছে। ৱ্যাবের নিষেধাজ্ঞার পর পরিস্থিতি যথাযথভাবে সামাল দেয়া যায়নি, এটি বিদেশ মন্ত্রকের ব্যর্থতা। এরপর ভিসা ইস্যু। অবাধ ও সুষ্ঠূ নির্বাচন চাইনা একথা তো বলা যায়না? ২০১৮’র নির্বাচন নিয়ে সরকার গত ৪বছর বারবারই বেকায়দায় পড়েছে, ভারত ২০১৪ পর থেকে বারবার ত্রাতা হিসাবে আবির্ভুত হয়েছে। এবারো ভরসা ভারত।
৬জন রিপাবলিকান কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেন-কে দেয়া চিঠিটি যথেষ্ট কঠোর। সেনাবাহিনী ও আইন শৃংখলা রক্ষীবাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ ঘোষনার পদক্ষেপ নেয়া এবং জিএসপি সুবিধা বাতিলের আনুরোধ এরআগে খোলাখুলি কেউ করেনি। খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্র আরো ৫১জন বাংলাদেশির ভিসা বাতিল করেছে।
৬জন কংগ্রেসম্যান চিঠিতে বলেছেন যে, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হিন্দু জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে। বাড়িঘর লুটতরাজ ও অগ্নিসংযোগ, মন্দির ও মূর্তি ভাঙ্গচুর, খুন, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর হিন্দুদের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। খৃষ্টানদের ওপর অত্যাচারের কথা বলা হয়েছে। এগুলো যে অসত্য তা প্রমানে নেতাদের দিয়ে বিবৃতি দেয়া হচ্ছে।
সব সরকারের আমলেই হিন্দুরা দেশত্যাগে বাধ্য হয়েছে, তাই ৫২ বছরে হিন্দু জনসংখ্যা অর্ধেকের কম হয়ে গেছে? ২০২২’র আদমশুমারী অনুসারে হিন্দু জনসংখ্যা ৮.৫৪% থেকে কমে ৭.৯৫% (ঢাকা ট্রিবিউন ২৭জুলাই ২০২২)। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০১৫’র শেষে হিন্দু জনসংখ্যা মোট ১.৭০ কোটি বা ১০.৭% (পিটিআই ২৩জুন ২০১৬)। অর্থাৎ সরকারি হিসাব মতে ২০১৫-২০২২= ৭বছরে হিন্দু জনসংখ্যা ১০.৭%-৭.৯৫%=২.৭৫% কমে গেছে?
সরকারের উচিত সংখ্যালঘুদের সমস্যা নিরসনে দৃঢ় পদক্ষেপ নেয়া, ২০১৮’র নির্বাচনের অঙ্গীকার পূরণ করা। হিন্দুরা এমনিতে বিরক্ত, ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ এবং ‘সংখ্যালঘু কমিশন’ দিলে কিছুটা আস্থা ফিরে আসবে। এমনিতে তো কিছু হচ্ছেনা, এরমধ্যে নিউজ দেখলাম, হাইকোর্ট রুলিং দিয়েছে যে, ‘অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন জেলা প্রশাসক’। এটি ‘মরার ওপর খাঁড়ার ঘা’। হিন্দুরা বলছে, হিন্দুর সম্পত্তি এখন জেলা প্রশাসকের হাতে!
বাংলাদেশে গণতন্ত্র কখন ছিলো? গণতন্ত্র বা নির্বাচন নিয়ে এবার আমেরিকার মাথাব্যথার কারণ কি? মদিনা সনদে দেশ চললে গণতন্ত্র থাকে ক্যামনে! আর নির্বাচন? বাংলাদেশের মানুষ ‘হরেক রকমের’ নির্বাচন দেখেছে। বিদ্যুৎ যেমন মাঝে-মধ্যে আসে, থাকেনা; গণতন্ত্রও তেমনি হটাৎ হটাৎ আসে, থাকেনা; সুষ্ঠূ নির্বাচনও তেমনি মাঝে-মধ্যে হয়! মিডিয়া জানাচ্ছে, আমেরিকা নাকি বাংলাদেশিদের ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের খোঁজখবর নিচ্ছে? বাংলাদেশ থেকে চোরাই টাকা আমেরিকা এসে নাকি রেমিটেন্স হয়ে দেশে ফিরে যাচ্ছে।
এসবে মাঝে নুতন জটলা, ভারতের নব-নির্মিত পার্লামেন্ট ভবনে ‘অখন্ড ভারত’-র (?) মানচিত্র। এতে অনেকে গোস্বা হয়েছেন। আসলে ওটি প্রায় আড়াই হাজার বছর পুরানো ‘অশোক স্তম্ভ’, ভারতের বিদেশ-মন্ত্রক জানিয়েছে, মানচিত্র যা ছিলো তাই আছে। মানব-জমিন রিপোর্ট করেছে, ঈদের আগে খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন? সম্ভবত: সরকার দুর্বল-এটি প্রমান করতে এ গুজব ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কথাবার্তায় ‘কুছ পরোয়া নেহী’ মেসেজটি তাঁরা হয়তো লক্ষ্য করেন-নি। সিরাজুল আলম খান ‘দাদাভাই’-র মৃত্যু’তে গভীর শোক প্রকাশ করছি। # [email protected];