সাহিত্য ও কবিতা

শ্রদ্ধাঞ্জলি – এন্ড্রু কিশোর  ||||| বিশ্বজিৎ মানিক


শ্রদ্ধাঞ্জলি – এন্ড্রু কিশোর
-বিশ্বজিৎ মানিক
———————————-
সিনেমা দেখার, শখ ছিল – ছোট কালে খোকার
সে সময়ে, খোকা ছিল – পুরোপুরি বেকার।


মায়ের পায়ে, ধরে খোকা – বাঁশ বিক্রি করে
টাকা নিয়ে, যাওয়া হতো – সিনেমার ঘরে।


সাথে যেতো, পাশের বাড়ির – কোরেশি আশরাফ
টিকেটের বিল, সেও দিতো – যতো হতো ‘ হাফ ‘।


যুক্তি করে, দু’জন মিলেই – দেখা হতো ছবি
ছবি দেখা, ছিল আবার – দু’জনেরই ‘ হবি ‘।


টিকেট সংগ্রহ ছিল – মস্ত এক ব্যাপার
প্রকাশ্যে দাঁড়াতে হতো – একসাথে সবার।


সিনেমাটা দেখা হতো – মনযোগ দিয়ে
আলোচনা হতো পরে – কাহিনীটা নিয়ে।


মূল বিষয়, ছিল কিন্তু – কণ্ঠ শিল্পীর গান
গান শুনে দু’জনেরই – ভরে যেতো প্রাণ।


বাংলা ঘরের বারান্দায় – মিলে দুই জনে
মশগুল হয়ে যেতো – এন্ড্রু কিশোরের গানে।


রেডিওতে প্রচার হতো – বিজ্ঞাপন অনুষ্ঠান
ধারাভাষ্যকার ছিলেন – নাজমুল হোসাইন।


মাজহারুল ইসলাম নামে – ছিলেন অন্যজন
দু’জনেরই কণ্ঠ শুনে – ভরে যেতো মন।


” হায়রে মানুষ ” গানটি নিয়ে – এন্ড্রু কিশোর এলে
গান শুনে তার, দু’জনেরই -ভাসে চোখের জলে।


জাতীয় চলচিত্রে পেয়েছিলেন – আটটি পুরস্কার
এগুলোতো সত্যিকারেই – পাওনা ছিল তাঁর।


প্রথিতযশা শিল্পী তিনি – বাংলাদেশের গর্ব
ক্যান্সার এসে, করেই দিলো – সব কিছুকেই খর্ব।


কোটি কোটি টাকা তাঁর – চিকিৎসায় লাগে
নিয়তির বিধানে তাঁকে – যেতেই হলো আগে।


চলচিত্র শিল্পের, তিনি ছিলেন – প্লেব্যাক সম্রাট
তাঁর মরণে, ক্ষতি হলো – শিল্প জগতের বিরাট।


পুত্র কন্যা দুটি আছে – সংজ্ঞা ও সপ্তক
পিতার মতোই, গুণী তারা – আপাদমস্তক।


পরপারে ভালো থাকো – এন্ড্রু কিশোর দাদা
তুমি ছিলে ভালো মানুষ – মনটি ছিল সাদা।


ভালোবাসার মানুষ দাদা – তুমি ছিলে সদাই
কবিতার মাধ্যমে তোমায় – শ্রদ্ধাঞ্জলি জানাই।


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন