২৫ দিন পর হিমঘর থেকে লাকিং মের লাশ পেলেন স্বজনেরা
কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আইনি জটিলতায় ২৫ দিন পড়ে থাকার পর অবশেষে লাকিং মে চাকমা (১৫) নামে এক কিশোরীর মরদেহের গতি হয়েছে। আজ সোমবার আদালতের নির্দেশনা অনুযায়ী, মেয়েটির ধর্ম পরিচয় তদন্ত করে মেয়েটির বাবা লালা অং চাকমার কাছে তার মৃতদেহ বুঝিয়ে দেয় র্যবের কর্মকর্তারা।
সেই সময় হাসপাতালের মর্গের বিল ২৪ হাজার টাকা বাকি ছিল, যা পরিশোধ করতে পারছিলেন না কিশোরী মেয়েটির দরিদ্র বাবা। হাসপাতালের সেই বিলের অর্থও পরিশোধ করে দিয়েছে র্যাব।
লাশ হস্তান্তর করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী। অর্জুন চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে হিমঘরে পড়ে থাকা মেয়ের (লাকিং মে) লাশ মা–বাবাসহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিকেলেই মেয়ের মরদেহ টেকনাফের শিলখালী গ্রামের বাড়িতে নেওয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তদের ভয়ে গ্রামে মরদেহ নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে রামুতেই সমাধিস্থ করা হয় লাকিংমে চাকমাকে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ক্য জ অং বলেন, ‘বাড়িতে নিরাপত্তা নেই, তাই রামুর কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে (নাইক্ষ্যংছড়ি সড়কে) লাকিং মে চাকমার মরদেহ সমাহিত করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, বৌদ্ধ সম্প্রদায়ের অধিবাসীসহ লাকিংমের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।’
এক বছর আগে ২০২০ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি থেকে স্থানীয় যুবক আতাউল্লাহর নেতৃত্বে কয়েকজন অপহরণ করে লাকিং মে চাকমাকে। পরে কুমিল্লায় নিয়ে জোর করে ধর্মান্তর, বাল্যবিবাহ এবং শেষে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের।
গত ৯ ডিসেম্বর আতাউল্লাহর ঘরে মারা যান লাকিং মে। মারা যাওয়ার ১২ দিন আগে লাকিং মে জন্ম দেন একটি কন্যাসন্তান। নবজাতকের বয়স এখন ৩৭ দিন। আতাউল্লাহর বাড়িও একই ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে। তার বাবার নাম নুর আহমদ। ৯ ডিসেম্বর থেকে লাশ হিমঘরে পড়ে ছিল।
এসআই অর্জুন চৌধুরী বলেন, তদন্তে লাকিং মে চাকমার বয়স নাবালিকা অর্থাৎ প্রচলিত আইনে বিয়ের উপযুক্ত হয়নি তার সত্যতা পাওয়া গেছে। তাই লাকিং মের বিয়ে হয়ে থাকলেও তার আইনগতভিত্তি নেই। সার্বিক বিবেচনায় ধর্মীয় রীতি অনুযায়ী তার (লাকিংমে) শেষকৃত্য সম্পন্ন করতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি একটি অপহরণ মামলা হিসেবে আদালতে বিচার কার্য চলবে। -যুগান্তর
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন