দক্ষিণ আফ্রিকায় করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে মো. হাফিজুর রহমান নামের আরো এক বাংলাদেশি মারা গেছেন। রোববার রাতে পুমালাঙ্গা প্রভিন্সের এরমেলো সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে তিনি এরমেলো হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান। তার বাড়ি রংপুরের সদর উপজেলায়। এ নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে ৫ প্রবাসীর মৃত্যু হলো।
বাঙালি কমিউনিটি সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় মুসলিম কবরস্থানে হাফিজুর রহমানের জানাজা শেষে দাফন হবে। হাফিজুর দীর্ঘদিন ধরে পুমালাঙ্গা প্রভিন্সের আমস্টারডাম এলাকায় ব্যবসা করতেন। তার মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান