প্রবাসের সংবাদ

করোনায় আক্রান্ত এভারেস্ট জয়ী ওয়াসফিয়া

এভারেস্ট জয়ী ওয়াসফিয়া
এভারেস্ট জয়ী ওয়াসফিয়া। বাংলাদেশি পর্বতারোহী

করোনায় আক্রান্ত এভারেস্ট জয়ী ওয়াসফিয়া!

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্ট জয়ী ওয়াসফিয়া। ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশি পর্বতারোহী। শনিবার বেলা ১১ টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি জানান তিনি। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে করোনায় আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ও কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন ওই পোস্টে। ফেসবুক পোস্টে ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কভিড-১৯ এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি। কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা।

মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে এবং আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’ তিনি আরো লিখেন, প্রথমে নিজেকে শান্ত রেখে যা কিছু করার করুন। সবকিছু আমাদের মন থেকে উদ্ভূত হয় এবং আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত মন স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আতঙ্কিত সমস্ত ধরনের ভুল এবং উদ্বেগের খবর মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। দয়া করে ভেরিফাই নিউজগুলো পড়ুন। উল্লেখ্য, ২০১২ সালের ২৬শে মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন তিনি।

 



 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 8 =