এই আমার নিয়তি ।।। বিপ্লব ঘোষ এই যে কয়েক যুগ ধরে লিখে চলেছি।বিরামহীন এক যাত্রা । কত জনে কত কী বলে অপমান করে! আমি জানি ,ভাল করেই জানি, এই আমার নিয়তি।লিখে যেতে হবে।আমি অনেকবার ভেবেছি ,এবার বন্ধ করে রাখি।চিরদিনের মতো। আমি জানি আমার লেখা কেউ পড়বে না আমার মৃত্যুর পর।সব শূন্য হয়ে যাবে।সব জেনে ও […]
গুচ্ছ কবিতা |||| অমিত কুমার রায় যদি একবার মৃত্যুকে যদি একবার দেখে যেতে পারতাম। ঘুমোবার আগে বৃষ্টি দেখার মতো! তারপর যদি দেখতে পেতাম মৃতের পাশের আবহ- সঙ্গীত! কে কাঁদছে স্বার্থের দহনে, কেউ কেউ মনে মনে হাসছে, ঈর্ষান্বিত হয়ে ভাবছে বেশ হয়েছে ঠিক হয়েছে পাপ বিদায় হয়েছে!! কেউ হয়তো বা কিছুই বলছেনা মুখে, […]
ইতিহাসের শেষহাসি ।।।। পুলক বড়ুয়া স্বদেশে বইছে বৈদেশী হাওয়া স্বদেশে এখন বৈরী আবহাওয়া হৃদয়ে আমাদের আক্রমণ হৃদয়ে আমাদের রক্তক্ষরণ দেশের ভেতরে সংক্রমণ দেহের বাইরে চংক্রমণ দেহের বাইরে বহিরাগত বাতাবরণ বহির্বিশ্ব কী মানে না ব্যাকরণ আমাদের দেশটা কী বহির্বিশ্বের বাংলাদেশটা কী বহিরাগতদের … আমাদের দেশটা কী আমাদের নয় আমাদের শেষটা আমাদের জয় বাংলাদেশ এখন তোমার […]