সাহিত্য ও কবিতা

অনন্ত আকাশে |||| পুলক বড়ুয়া


অনন্ত আকাশে

পুলক বড়ুয়া



তোমার ভেতরে তুমি
তোমার ভেতরে তুমি নেই
আমার ভেতরে আমি
আমার ভেতরে আমি নেই
যখন উদ্যত সঙ্গীনের মুখে সতৃষ্ণ সঙ্গীত


আমাদের ভেতরে বাহিরে অন্য কেউ নেই
আমাদের ভেতরে বাহিরে অপর বসতি নেই


ভেতরে ভেতরে তুমি আর আমি
বাহিরে বাহিরে তুমি আর আমি


আমরা হয়েছি
আমাদের অঙ্গে-অনঙ্গে আত্মায় অবিনশ্বর


তুমি আর আমি অন্তর্যামী


আমরা ভেতরে আমরা বাহিরে


ভেতরে বাহিরে শুধু আমরা দুজন
বাহিরে ও ঘরে যুগল কূজন


আমাদের শুরু নেই আমাদের শেষ নেই


একটি রঙিলা বসন্ত অন্তহীন
ডানা মেলে দিয়েছে অনন্ত আকাশে !


 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন