সাহিত্য ও কবিতা

বাসন্তীরা যাবে কোথায়? ||||| বিশ্বজিৎ মানিক


বাসন্তীরা যাবে কোথায়? ||||| বিশ্বজিৎ মানিক


এমন কাজটি ক্যামন করে – করলে তুমি বল?
মানায় তাদের এরূপ কাজ – দুর্বৃত্তদের দল।


বন বিভাগের কর্তা তুমি – লেখায়  পেলাম খোঁজে
নীতিহীনের মতো এ কাজ – করলেটা কোন বুঝে?


টাঙ্গাইল জেলার মধুপুরে – তোমার অবস্থান
আদিবাসী জনগোষ্ঠীর – তথায় বাসস্থান।


বংশপরম্পরায় তারা – করছে চাষাবাদ
এসব করেই জীবন ধারণ – তাদের দিবারাত।


মগের মুল্লুক বানিয়ে দিলে – আমার দেশকে যেন
এই অনাচার করলে তুমি – নোটিশ ছাড়া কেন?


আদিবাসী বাসন্তীরাও – দেশের নাগরিক
চাষাবাদ আর শ্রম দিয়ে হয় – উন্নয়নের শরীক।


চল্লিশ শতক জমিতে সে – করছিল চাষ কলা
গাছগুলো তার কেটে ফেলে – দিলে কানে মলা।


বন বিভাগের কর্তা তুমি – বিরাট কর্ণধার
নামটি তোমার জানা হলো – জামাল তালুকদার।


মাঠে গিয়ে বাসন্তী টি – দেখল যখন চোখে
পরান খানি উঠলো কেঁদে – নিরব ধোঁকে ধোঁকে।


উচ্ছেদ করার আছে সুযোগ – আইন আদালত দিয়ে
কাটতে তুমি পারোনা গাছ – আইনকে হাতে নিয়ে।


শাস্তি তোমায় পেতেই হবে – হয় যদি সোচ্চার
সন্ত্রাসী কাজ করতে তোমায় – বসায়নি সরকার।


পদবীটি আছে তোমার – মোটাতাজা ভালো
হঠাৎ করে কেন তোমার – মাথা বিগড়ে গেল?


এদেশ তো নয় কারো বাপের – একার তালুক মিরাশ
আদিবাসী সংখ্যালঘু – করছ যাদের নিরাশ।


সেকুলার আর সমাজকর্মী – দিচ্ছ কোথায় ডুব?
চেঁচামেচি করতে জানো – অপ্রয়োজনে খুব।


বিবেক তোমার কোথায় গেল – হচ্ছেনা সোচ্চার?
আদিবাসী কোন কাননে – পাবে তাদের বিচার?


জায়গা জমি তোমার হলে – নিয়মেই যায় তোলা
নিয়মভঙ্গ করে নিজেই – কাটলে কেন কলা?


নরাধম দের বিচার যদি – না হয় আমার দেশে
দূর্বলেরা কোথায় গিয়ে – ভরসা পাবে কিসে?


জারী করে আনতে হবে – স্যোয়ো মোটো রুল
নইলে কি আর বাসন্তীরা – পাবে কিনার কূল?


১৫/০৯/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন