সাহিত্য ও কবিতা

অষ্টমাশ্চর্য ||||| পুলক বড়ুয়া


অষ্টমাশ্চর্য ||||| পুলক বড়ুয়া


একটা গান গাও আমার জন্যে
যে কোনো গান
কিংবা আমার জন্যে নয়
যে কোনো কান
যে কেউ শুনবে
যে কারো জন্যে
আমি আড়ি পেতে শুনবো

নদী যেমন বয়ে যায়
আমি ভেসে যাই
পর্বত যেমন দাঁড়িয়ে থাকে
আমি চড়াই উৎরাই ভাঙি
তরুলতা যেমন হাতছানি দেয়
আমি তার ছায়ানীড় খুঁজি
সায়র যেমন দোলা দেয়
আমি তার তীর থেকে আছড়ে পড়ি
আকাশের রোদ নীল মেঘ বৃষ্টিতে যেমন ভিজে যাই

নর্দমার পানিতে আতরের সুগন্ধ হবে
ডাস্টবিনগুলি ফুলের টব
শ্মশান হবে শস্যের বাগান
কবর উর্বর
মৃত ও জীবিতরা আরও উন্নত

চাপা পড়ে যাবে যুদ্ধের দামামা, মহামারী, শূন্যতা
নূপুর-মুদ্রায়
নৃত্যের নিক্বনে
বেভুল হয়ে যাব মর্ত্যলোকে অমর্ত্য কন্ঠস্বরে

তুমি গান গাও

না হয় আমি শুনবো না
পোকামাকড় আর কীটপতঙ্গ শুনবে
পাখিরা গাইবে
তরুলতা তার সঙ্গে কন্ঠ মেলাবে
নদীর জলের ভুবন
তার তানে তাল মেলাবে
গাছের সবুজ পাতারা হাওয়ায় সুর খুঁজে পাবে
পৃথিবীর দীর্ঘতম সৈকত মেলে দেবে তাকে
সাগরের উঁচু উঁচু তরঙ্গমালা ছুঁয়ে
গাঙচিলের মতো উড়ে যাবে
আমার স্বপ্নেরা
আকাশের বুকে সে হারাবে
অরণ্য তাকে আলিঙ্গন করবে
পাহাড় তাকে জড়াবে
কে না চায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে চড়তে

তোমার গান এভারেস্টের পৃষ্ঠে উড়ুক
আমি তার ডাক শুনে গায়ে পড়ে
মুনি হয়ে ঋষি হয়ে বরফাচ্ছাদিত হয়ে
অবিকল হাজার যুগ পেরিয়ে শুনবো
তুমি কুয়াশার আড়াল থেকে বেজে ওঠো
মুক্তোর মতোন একটি ভোর
শাশ্বত-শিশির ফোঁটার মতো
ঘাসের বুকে রোদ্দুর হয়ে নামবে
নীহার কণার মতোন জমাট হয়ে জ্বলবে
আমার নয়নের আলোক-নীরে তোমার গান
আমার কর্ণকুহরে তোমার তান—

সাত আসমান
সাতরঙধনুক
সপ্তসুর
সাত মার্চ
সাত বীরশ্রেষ্ঠ

যেন সপ্তমাশ্চর্য

যেন
অ…
      ষ্ট…
            ম…

প্রিয় দৃষ্টি ও প্রিয় সৃষ্টি, প্রিয়তমা

তু…
      মি…



সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন