ফিচার্ড লেখালেখি

আমরা না মানুষ!!!  ||| ইফতেখার ফয়সাল

আমরা না মানুষ!!!  ||| ইফতেখার ফয়সাল


চলুন!
আপনার প্রচুর সম্পদ! আমি জানি!
আপনার মধ্যে অহংকারে ভরপুর! আপনি মানুষকে মানুষ মনে করছেন না, তাই না!
চলুন আপনার অহংকার ভাঙ্গার একটা প্রচেষ্টা চালানো যাক। আমি নিশ্চিৎ আপনার গৌরব আমি মিটাতে পারবো!
বিশ্বাস হচ্ছেনা? দাড়ান একটুখানি!
কোনো পুকুরে কিংবা সুইমিং পোলে একগলা পানিতে নামুন!
নেমেই আপনার নাক আর মুখ ছাড়া বাকি সব অঙ্গ পানির ভিতরে রাখুন!
কানসহ পানির ভিতরে রাখুন।
ব্যাস, এবার হাত পা ছেড়ে দিয়ে একনজরে আকাশের দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকুন।
আর নিঃশাস উঠানামা করতে থাকুন!
দেখবেন আপনি হঠাৎ করে কেন জানি হতাশ হয়ে পড়েছেন! আপনার শরীর বিলিয়ে যাবে!
আপনার নিজেকে নঘন্যের চেয়ে নঘন্য মনে হবে!
আপনার গৌরব, আপনার অহংকার সব মুছে যাবে।
তবে হ্যা, ব্যাপারটা আপনি যতক্ষন চেষ্টা করে না দেখছেন, ততক্ষন আমার কথাগুলো বানোয়াট মনে হবে, এতেও আমি নিশ্চিৎ!!!
কিসের এত অহংকার আপনার???
আপনি তো রক্তেমাংশে মানুষই! অবশ্যই!
আপনি তো কারো না কারো গোলাম!
গোলাম হয়েও যদি আপনার মধ্যে অহংকারে মগ্নতা থাকে, তবে একটু ঠান্ডা মাথায় ভাবুন তো,
আপনাকে যিনি সৃষ্টি করেছেন, তার কতটুকু অহংকার থাকা উচিৎ!!

কেন এত বৈষম্য?? আমরা কি মিলেমিশে সুখ দূঃখ ভাগাভাগি করে নিতে পারিনা??



সংবাদটি শেয়ার করুন