আইটি বিশ্ব

পাকিস্তানের আকাশে ইউএফও!

ইউএফও
ছবিঃ সংগৃহীত

২৩ জানুয়ারি মুলতান ও সহিয়ালের মাঝখানের আকাশে ইউএফও (UFO) উড়তে দেখেছেন বলে দাবি করেছেন পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার এক বিমান চালক। লাহোরগামী পিকে৩০৪ বিমানের জানালা থেকে তোলা একটি ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে উজ্জ্বল একটি বস্তুকে আকাশে দেখা গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি সাদা উজ্জ্বল বস্তু আকাশে ভেসে বেড়াচ্ছে। তবে অন্য এক পাইলটের অবশ্য দাবি, সেটি একটি হাওয়া বেলুন। বিমানের ক্যাপ্টেন ফায়সাল কুরেশি বলেন, “ওই বস্তুটি একটি কঠিন বলয় দ্বারা আবৃত ছিল। সেখান থেকে উজ্জ্বল আলো বেরোচ্ছিল।” তাঁর মতে, ওই বস্তুটি খুব একটা নড়ছিল না, মোটের উপর স্থিরই ছিল।

সে দেশের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে ইউএফওটি আকাশে দেখা গিয়েছে সেখান থেকে সূর্যের আলোর উপস্থিতি সত্ত্বেও উজ্জ্বল আলো বেরোচ্ছিল। পাকিস্তানের বিমান সংস্থার মুখপাত্র আবদুল্লাহ খান জানিয়েছেন, এটা প্রয়োজনীয় ছিল যে এই ইউএফওর বিষয়ে আম জনতাকে অবগত করা।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন