খেলা ফিচার্ড

উত্তাপহীন টোকিও অলিম্পিক ২০২০ শেষ হলো ৮ আগস্ট রোববার

উত্তাপহীন টোকিও অলিম্পিক ২০২০ শেষ হলো ৮ আগস্ট রোববার

গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগীতা “দ্য গ্রেট শো অন আর্থ” খাত টোকিও অলিম্পিক ২০২০” শেষ হলো ৮ আগস্ট রোববার জাপানের রাজধানী টোকিওতে। টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে ১৭ দিন পর প্রজ্জলিত মশাল নেভানো হল।

অলিম্পিক পতাকা ৪ বছর পর ২০২৪ সালের আয়োজক প্যারিস শহর কর্তৃপক্ষের কাছে হস্তারের মাধ্যমে টোকিও অলিম্পিক গেমসের সমাপ্তি ঘটে। এখানে উল্লেখ্য যে, গত ২৩ জুলাই একটি বর্নাঢ্য, জমকালো ও অতি আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পর্দা উঠেছিল  জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিকের এবারের আসরের

অলিম্পিকের এবারের আসরে মোট ৫০টি ডিসিপ্লিনে অংশ নিয়েছিল ২০৬ দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। যে কোন আয়োজনের সমাপ্তিতে থাকে আনন্দ এবং বেদনার সংমিশ্রন। টোকিও অলিম্পিকও এর ব্যতিক্রম ছিলনা। অধিকাংশ দেশের ক্রীড়াবিদ, কোচ এবং সংগঠকদের সমাবেশ ঘটেছিল টোকিও অলিম্পিককে ঘিরে। কোভিড সংক্রমণের জ্ন্য এবারের টোকিও অলিম্পিকে প্রথম থেকেই কোনও দর্শক ছিলনা। সেই মহা মিলন মেলার সমাপ্তিও ঘটে ছিল বিশেষ আয়োজনে আনন্দ এবং বেদনার সংমিশ্রনে। অলিম্পিকে অংশ নেয়া ক্রীড়াবিদদের মার্চপাস্ট, জাপানি তারকাদের গান এবং এর সঙ্গে ক্রীড়াবিদদের আনন্দ নাচ সবাইকে বিমোহিত করে। এর সঙ্গে ছিল চোখ ধাঁধাঁনো লেজার শো। এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় অলিম্পিকের লোগো। জাপানি পারফরমাররা বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রচুর বিতর্ক  আর  জনমতের প্রবল বিরোধিতার মুখে অনুষঠিত হয়েছিল এ টোকিও অলিম্পিক ১ বছর বিলম্বে। অলিম্পিকের বিশাল খরচের বিপরীতে স্টেডিয়ামে দর্শকবিহীন “দ্য গ্রেট শো অন আর্থ” এর বিশালকায় এ আয়োজনের অর্থনৈতিক দখলও জাপানের মত শিল্পোন্নত ও ধনী দেশ সহ্য করতে পারলেও বিশ্বের অনেক দেশের পক্ষেই কোভিডাক্রান্ত অলিম্পিক কেন্দ্রিক অর্থনৈতিক লোকসান সামলানো হয়তো বা কঠিনই ছিল।

এ অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয় ভলানটিয়ার বা স্বেচ্ছাসেবীদের- যাদের ঐকান্তিক চেষ্টা এবং সাহায্য ছাড়া এত বড় অনুষ্ঠান আয়োজন ছিল অসম্ভব। তিনজন ক্রীড়াবিদ সবার পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের ফুল দিয়ে সম্মান জানান। সমাপনী অনুষ্ঠানে কিছু জাপানি সংস্কৃতিও তুলে ধরা হয়। টোকিওর মেয়র কোইকে ইউরিকো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখের কাছে সেটি হস্তান্তর করেন। অলিম্পিক কমিটির সভাপতি পতাকা হস্তান্তর করেন ২০২৪ সালের আয়োজক প্যারিস শহরের মেয়র আন হিডালগোর কাছে। এর পরপরই জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সমাপনী অনুষ্ঠানে টোকিও এবং প্যারিসের মধ্যে ভার্চুয়াল সংযোগ স্থাপন করা হয়। দেখানো হয় ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের একটি কাল্পনিক রূপ। জাপান অলিম্পিক কমিটির সভাপতি সবাইকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। সবশেষে অলিম্পিক স্টেডিয়ামে স্থাপিত বিশাল স্ক্রিনে ভেসে ওঠে বিদায় টোকিও স্বাগতম প্যারিস ২০২৪। ধীরে ধীরে নিভিয়ে ফেলা হয় টোকিও অলিম্পিক গেমস মশাল। এতদিন ধরে জ্বলতে থাকা মশালটি ধীরে ধীরে পেয়ে যায় গোল বলের আকৃতি। টোকিও অলিম্পিকে কোন দেশ কতটা পদক পেয়েছে এবং Medal বা পদক তালিকায় প্রথম দশটি দেশ ও ১১তম কানাডার তালিকাও দেওয়া হল।

র‌্যাংকিং     দেশের নাম         স্বর্ণ             রৌপ্য                   ব্রোঞ্জ                      সর্বমোট

১ম :          যুক্তরাষ্ট্র              ৩৯              ৪১                       ৩৩                         ১১৩

২য়:           চীন                   ৩৮              ৩২                       ১৮                           ৮৮

৩য়:          জাপান               ২৭               ১৪                       ১৭                           ৫৮

৪র্থ            যুক্তরাজ্য           ২২               ২১                       ২২                          ৬৫

দেশের নাম                                      স্বর্ণ              রৌপ্য            ব্রোঞ্জ               সর্বমোট

 

৫ম : রাশিয়ান অলিম্পিক কমিটি       ২০              ২৮                ২৩                     ৭১

৬ষ্ঠ       অস্ট্রেলিয়া                            ১৭              ৭                   ২২                    ৪৬

৭ম     নেদারল্যান্ডস্                         ১০              ১২                  ১৪                   ৩৬

৮ম      ফ্রান্স                                    ১০               ১২                 ১১                  ৩৩

৯ম    জার্মানি                                  ১০               ১১                  ১৬                   ৩৭

১০ম     ইতালি                                 ১০               ১০                    ২০                   ৪০

১১তম    কানাডা                               ৭                ৬                     ১১                   ২৪

সূত্র:  সংবাদ ও বিভিন্ন মাধ্যম ( উত্তাপহীন টোকিও অলিম্পিক ২০২০ শেষ হলো ৮ আগস্ট রোববার )

 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন