বিশ্ব

এবার ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত


এবার ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সবথেকে ঘনিষ্টদের একজন। সিএনএনকে হোয়াইট হাউজের অন্তত দুজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার করোনা ভাইরাস শনাক্ত হয় প্রেসিডেন্ট ট্রাম্পের। এরপর হোয়াইট হাউজের এক ডজনের বেশি ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর সর্বশেষ হচ্ছেন নিকোলাস লুনা। তিনিই শুক্রবার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনা শনাক্তের খবর জানিয়েছিলেন।
নিকোলাস লুনা প্রেসিডেন্ট ট্রাম্পের নথিপত্র সামলাতেন এবং তার বক্তব্য প্রস্তুত করতেন।

তার অটোগ্রাফ দেয়ার কলম থেকে নোট বুক সবই তিনি প্রস্তুত রাখতেন। এ বিষয়ে হোয়াইট হাউজ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন