সাহিত্য ও কবিতা

ঠাকুর বাড়ির বাদুড় খামার |||| বিশ্বজিৎ মানিক


ঠাকুর বাড়ির বাদুড় খামার |||| বিশ্বজিৎ মানিক


ঠাকুর বাড়ির গাছে গাছে – বাদুড় ঝুলে আছে ভাই
দেখা মেলে ডালে ডালে – আমি যখন হাঁটতে যাই
কিচিরমিচির ডাকছে বাদুড় – চেচামেচি করছে রব
মাথা নীচু করেই তারা – গাছের ডালে ঝুলছে সব।

ঝগড়াঝাটি করছে না কেউ – একে অন্যের সাথে দেখ
ছুড়ছে যে ঢিল বাদুড় দেখে – পাশের গাঁয়ের বাবুল শেখ
ঢিলের আঘাত পেয়েও বাদুড় – গাছের নীচে পড়ছে না
ধরছে গাছে পা দিয়ে সব – পিছলে পড়ে মরছে না।

ঠাকুর বাড়ির বাদুড় খামার – দেখতে ভালো লাগছে বেশ
গাঁও গেরামের কলা গুলো – খেয়ে তারা করছে শেষ
কলা বাদুড় নামেই তাদের – সবাই মিলে ডাকা হয়
খাবার তাদের অনেক কিছু – শুধুই কলা খাবার নয়।

সন্ধ্যে হলেই বাদুড় গুলো – খুঁজতে খাবার হয় যে বের
ফলফলাদি খেয়েই তারা – নিজ বাড়িতে ফিরছে ফের
উদরপূর্তি হয়না যদি – আরও বাগান খুঁজতে যায়
ফল বাগানে যা আছে ফল – সব জাতি ফল বাদুড় খায়।

আম লিচু আর কূল পেয়ারা – বাদুড়দিগের প্রিয় খাবার
যার বাড়িতে আছে এ ফল – পাকার আগেই করছে সাবার
বাদুড় খাওয়া ফল যদি কেউ – ধোঁয়ে মুছে খায়রে ভাই
নিপাহ ভাইরাস প্রাণ কেড়ে নেয় – এর থেকে তো রক্ষে নাই।

স্তন্যপায়ী মেরুদণ্ডী – বাদুড় কোন পাখি নয়
পাখা আছে দু’টি তাদের – তাইতো এদের উড়তে হয়
বাদুড় থেকে থাকবে দুরে – নইলে  যদি কামড় দেয়
জলাতঙ্ক রোগটি দাদা – প্রাণটি কিন্তু কেঁড়েই নেয় ।

খেজুর রসে আসক্তিটি – একটু বেশি আছে তার
খেজুর গাছের ডালে বাদুড় – থাকতে পারে বেশুমার
সুযোগ পেলেই বাদুড়গুলো – খেজুরের রস চেটে খায়
বাদুড় চাটা রস খেলে তাই – মানুষেরে নিপা’য় পায়।

ফলফলাদি খায় যে বাদুড় – আমিষভোজী নয়তো তারা
বুঝছেনা কেউ কি কারণে – আবাস তাদের ঠাকুর পাড়া?
ঠাকুর পাড়া আশ্রয় নিয়ে – পায় কি তারা ঠাকুর ভোগ
কে বলেছে ঠাকুর তাদের – অন্ন ব্যঞ্জন দেবে অমোঘ?

অন্ন ব্যঞ্জন খায় না বাদুড় – ফলফলাদি তারা খায়
কেন তবে বাদুড়গুলো – ঠাকুর বাড়ি ধেয়ে যায়?
ভাইরাস যদি থাকতোনা তায় – খেতাম ধরে সোপ
বলিস না আর কথা খোকা – থাকরে এবার চুপ!

০৪/১০/২০২০ খ্রিস্টাব্দ।


সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন