CBNA English NEWS প্রবাসের সংবাদ ফিচার্ড

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

শহিদ শেখ কামাল ছিলেন দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ: রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান
ওয়াশিংটন, ডিসি:
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে আজ (শনিবার) ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় তার ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে দূতাবাস বঙ্গবন্ধু মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান কর্তৃক জাতির পিতার আবক্ষ মুর্তি এবং শহিদ শেখ কামালের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এসময় মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান এবং মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান।

এরপর শহিদ শেখ কামালের জীবন ও কর্মের ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান শহিদ শেখ কামাল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের হত্যাযজ্ঞের অন্যান্য শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এবং স্বাধীনতার পর ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে শহিদ শেখ কামালের মহান অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহিদ শেখ কামাল ছিলেন দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃৎ এবং যুব সমাজের জন্য আদর্শ। মহান মুক্তিযুদ্ধের পর শেখ কামাল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেন।

রাষ্ট্রদূত ইমরান আশা প্রকাশ করেন শহিদ শেখ কামালের আদর্শ অনুসরণ করে দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে।

মিনিস্টার (প্রেস) এ জেড এম সাজ্জাদ হোসেন আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশের শীর্ষ স্থানীয় ক্লাব আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে শহিদ শেখ কামাল এদেশের জনগন, বিশেষ করে ক্রীড়ামোদীদের, হৃদয়ে অমর হয়ে আছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে শহিদ শেখ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ অন্যান্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।

কর্মসূচি পরিচালনা করেন হেড অব চ্যান্সারি ও কাউন্সেলর  মোঃ মনিরুজ্জামান।

Bangladesh Embassy in Washington observes Shaheed Sheikh Kamal’s 74th birth anniversary-
Shaheed Sheikh Kamal was the pioneer of country’s modern sports: Ambassador Imran

Washington, DC, 05 August 2023 –The Bangladesh Embassy in Washington DC today (Saturday) observed the 74th birth anniversary of valiant Freedom Fighter Shaheed Captain Sheikh Kamal, recalling his outstanding contributions to the fields of sports and culture alongside rebuilding the war-ravaged Bangladesh.

The Embassy organised different programs at the Bangabandhu Auditorium in the morning to observe the birth anniversary of Shaheed Sheikh Kamal, also the eldest son of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman.

The programs commenced with the placing of floral wreaths by Bangladesh Ambassador to the USA Muhammad Imran at the bust of the Father of the Nation and the potrait of Shaheed Sheikh Kamal. Officials and employees of the Mission were present on the occasion.

Later, the messages issued by Hon’ble President Mohammed Shahabuddin and Hon’ble Prime Minister Sheikh Hasina were read out by Minister (Consular) Mohammad Habibur Rahman and Minister (Political) Md Rashedujjaman.

Afterward, a short documentary on the life and works of Shaheed Sheikh Kamal was screened, which was followed by a discussion session.

Taking part in the discussion, Ambassador Muhammad Imran paid profound homage to Shaheed Sheikh Kamal and Bangabandhu Sheikh Mujibur Rahman and other martyrs of the August 15 carnage.

The Ambassador recalled with deep respect Shaheed Sheikh Kamal’s great contributions to the Liberation War, rebuilding the war-ravaged Bangladesh and the development of sports and culture after independence.

He said Shaheed Sheikh Kamal, who possessed multidimensional talents, was the pioneer of country’s modern sports and a role model for the youthfolk. After the great Liberation War, Sheikh Kamal dedicated himself to building “Sonar Bangla” envisaged by Bangabandhu, as well as development of sports, culture and other fields.

Ambassador Imran hoped that the country’s young generation would take sports and cultural arenas to the highest peak of the success by following the ideology of Shaheed Sheikh Kamal.

Minister (Press) AZM Sajjad Hossain also took part in the discussion and said Shaheed Sheikh Kamal remains immortal among the hearts of the people, especially sports fans, for establishing Abahani Krira Chakra, the country’s leading sports club.

After the discussion, a special prayer was offered, seeking eternal peace of the departed souls of Shaheed Sheikh Kamal, Bangabandhu Sheikh Mujibur Rahman, Bangamata Fazilatun Nesa Mujib, and others martyred on the fateful night of 15 August 1975.

Counsellor and Head of Chancery Md Moniruzzaman conducted the programs.

 



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন