দেশের সংবাদ

কমলগঞ্জের ৯টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু

কম্বল বিতরণ

কমলগঞ্জের ৯টি ইউনিয়নে ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু
মৌলভীবাজার প্রতিনিধিঃ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জের ৯টি ইউনিয়নের দুঃস্থ অসহায় দরিদ্রদের শীত নিবারণের জন্য ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য. বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বুধবার থেকে পর্যায়ক্রমে কমলগঞ্জের বাকি ইউনিয়ন গুলোতে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হবে।

মুজিব জন্ম শতবার্ষিকীতে কমলগঞ্জে ঘরের চাবি পেলো দুটি চা-শ্রমিক পরিবার

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় মুজিব জন্ম শতবার্ষিকীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গৃহহীন, অসহায় ও দুস্থ দুটি চা শ্রমিক পরিবারের মধ্যে ঘরের চাবি হস্থান্তর করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও সমাজসেবা অধিদপ্তর, কমলগঞ্জ এর বাস্তবায়নে ৮ লাখ ১ হাজার ৪ শত ৫৮ টাকা ব্যয়ে ঘর ২ টি নির্মিত করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের পুর্ব পাড়ার সাজু শীলের হাতে ঘরের চাবি হস্থান্তর ও ঘর দুটির উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এর আগে বিকাল ৩ টায় ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের মধ্য লাইনের রবী রেলীর পরিবারের কাছে ঘরের চাবি হস্থান্তর ও ঘর উদ্বোধন করা হয়। ঘরে চাবি হস্থান্তর ও ঘর দুটি উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা।
সমাজকর্মী সুমন পালের সঞ্চালনায় ঘর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলি, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী শাওন ও বাগান পঞ্চায়েত সভাপতি সাধুরাম দাশ প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০ লাখ তিন হাজার ৬ শত ৪৫ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নির্মিত পাঁচটি ঘর তৈরী করা হয়েছে। এর আগে এক অনুষ্ঠানে সাবেক চীফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এক হাজার ২৫ জন চা শ্রমিককে জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে মোট ৫১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন