করোনার বিরুদ্ধে কবিতা / পুলক বড়ুয়া
১
করোনাকালের পঙ্ক্তিমালা
না-ছুঁয়ে আমার আঙুল, চরণ-পঙ্ক্তিমালা, থাকো
যাও, সরো, সরে দাঁড়াও, অনতিদূর
কেন ছোঁবে কবিতার কাগজ কলম কালি কিংবা
দোয়াত তোমার কালোছায়া !
কোভিড ঊনিশ ?
২
এপার-ওপার
মাস্ক পরে বহে
হাওয়া আর রোদ চশমা লাগিয়ে আলো
সশস্ত্র-সাঁজোয়া যানের মতোন সাজুগুজু করে
প্রাগ্রসর প্রমিত পোষাক
সংক্ষেপে পিপিই আজ
ওষ্ঠ নয় স্পর্শ নয়—আহা, প্রতি অঙ্গে…
পায়ের দর্পণ থেকে
মাথার কুন্তল অব্দি
সহিসালামতে তুমি আমি
আমরা অছ্যু্ৎ নই, ম্লেচ্ছ
নই—অসবর্ণ নই
মাঝখানে করোনা তফাৎ
চোরাবালি সেতু : কোভিড ঊনিশ—এপার-ওপার …
৩
সেরা
প্যাগোডা পরমে তুমি
মন্দির মরমে তুমি
মসজিদ মধুর তোমার আজানের ধ্বনি
আজ জনে জনে গীর্জা তোমার বারতা
তোমরা আমার আত্মার অনন্ত-অতন্দ্র প্রহরী :
তোমরা কী করেছো কোভিড-১৯ করোনাকে ক্ষমা ?
করোনা কী সবার ওপরে, মানুষের চেয়ে সেরা !
*** করোনার বিরুদ্ধে কবিতা / পুলক বড়ুয়া ***