সাহিত্য ও কবিতা

বিরূপাক্ষ সাজ | বিশ্বজিৎ মানিক

বিরূপাক্ষ সাজ | বিশ্বজিৎ মানিক


বজ্রপাত ভূমিকম্প – করোনার লম্ফঝম্প
ধরণীতে হলো কি যে আজ?
বিপর্যস্ত জনজীবন – ভালো নয় কারো মন
প্রকৃতির বিরূপাক্ষ সাজ।

লক্ষ লক্ষ গেল প্রাণ – কেহ গোর কেহ শ্মশান
সমাহিত হলো দেহ কারো
কুৎসিত কদাকার – কারো লোভ মুনাফার
পূঁজি তার বাড়াতে চায় আরো।

ধর্মের ডামাডোল – অন্তরে বাজে খোল
চিত্তদাহে উদগিরিত কাশি
মরে ওরা হবে সাফ – পাবেনা তো কোন মাফ
প্রতিবেশির ঠোঁটে বাজে বাঁশি।

ব্রহ্মাণ্ডের অধিপতি – কোথা পেলে স্বজনপ্রীতি
দিলে তাঁকে করে বিতর্কিত?
হিনমন্য দুরাচার – লেশ নেই মানবতার
লম্ফঝম্প করে অবিরত।

ওকে খেয়ে তোকে খাবে – হায়েনারা এটা ভাবে
জ্ঞানীজন বলে সর্বক্ষণ
ভেদাভেদ ভুলে আজ – একযোগে করো কাজ
তাহলেই হবে বিচক্ষণ।

২৮/০৪/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন