কানাডার সংবাদ

চারদিনেও নয়নের মৃত্যুর কারন উদঘাটন হয়নি


চারদিনেও নয়নের মৃত্যুর কারন উদঘাটন হয়নি । কানাডার টরন্টোয় নয়ন দাস নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নয়ন দাস টরন্টো শহরের স্কারবরো এলাকার একটি ভাড়া-বাড়িতে থাকতেন। তিনি উচ্চশিক্ষা গ্রহণের জন্য কানাডার টরন্টোতে এসেছিলেন। অনেক কষ্ট আর বেদনাদায়ক সংবাদের মুখোমুখি হতে হলো প্রবাসীরা!

১ জুলাই ওই ভাড়াবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে টরন্টো পুলিশ। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে। নয়নের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানার বাধাল গ্রামে। বাবা সঞ্জীবন দাস, মা পূর্ণিমা রানী দাস।

নয়নের এক ছোট ভাই আছেন। নয়নের স্ত্রী সুস্মিতা ভৌমিক। বিয়ের মাস চারেক পরে নয়ন ২০১৮ সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পড়তে আসেন বলে জানা গেছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

নয়নের ছোট ভাই চয়ন দাস বলেন, ‘আমার বড় ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেল। মধ্যবিত্ত পরিবার একটা স্বপ্ন নিয়ে বাঁচে। আমাদের স্বপ্ন ভেঙে গেল। এখন আমি চাই, আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যুর কারণ তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক’।

টরন্টোয় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বলেন, ‘নয়নের অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। আমরা ফোন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। তার পরিবারের পাশে আমরা আছি। পুলিশকে তার মৃত্যুর কারণ উদঘাটনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব’। টরন্টোর পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

নয়ন দাসের অকাল প্রয়ানে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্যোশাল মিডিয়ায় অনেকেই অভিমত প্রকাশ করেছেন।

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন