কানাডার সংবাদ ফিচার্ড

বাচনিক এর ১০ম বাৎসরিক আয়োজন ‘ সুন্দরের অনিবার্য অভ্যুত্থান

বাচনিক এর ১০ম বাৎসরিক আয়োজন ‘ সুন্দরের অনিবার্য অভ্যুত্থান

আরিয়ান হকঃ বোধের নান্দনিক উচ্চারণ আর বাচনিক সমার্থক। বাচনিক কবিতায় কথা বলে, ধারণ করে সত্য ও সুন্দর, বিশ্বাস করে মানবিক মানুষ ও বিশ্বে, আপোষ করে না অন্যায় আর অসঙ্গতির সাথে।আর সে বিশ্বাস বুকে নিয়ে বাচনিক এর ১০ম বাৎসরিক আয়োজন ‘ সুন্দরের অনিবার্য অভ্যুত্থান’ !

এ অনন্য আয়োজনটি অনুষ্ঠিত হবে আসছে ৫ নভেম্বর, ২০২২, শনিবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে, ১০০ ব্রিমলি রোড, স্কারবোরো, টরেন্টো- সেন্ট জন হেনরী নিউম্যান হাই স্কুল মিলনায়তনে।

এবারের আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় ‘ বাচনিক সম্মাননা ২০২২’ প্রদান করা হবে গুণী আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও সংগঠক মিথুন আহমেদ কে। বাচনিক এর আয়োজনে নেপথ্য সঙ্গীতে সহায়তা করছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী জাহিদ হোসেন, তবলায় রনি পালমার, গীটারে আজিম অপূর্ব এবং শব্দ প্রোকৌশলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন মামুনুর রশিদ। বাচনিক এর বিশাল আয়োজনে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছেন এ শহরের বহু প্রতিষ্ঠান। তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সবার সহৃদ উপস্থিতিতে সফল হয়ে উঠবে আমাদের এ প্রয়াস।

 



সংবাদটি শেয়ার করুন