দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জে মণিপুরিদের অন্যতম উৎসব নিঙল চাকৌবা ফেস্টিভ্যাল উদযাপন 

কমলগঞ্জে মণিপুরিদের অন্যতম উৎসব নিঙল চাকৌবা ফেস্টিভ্যাল উদযাপন 
 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্স এ মণিপুরীদের অন্যতম উৎসব নিঙল চাকৌবা ফেস্টিভ্যাল – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ।মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর সভাপতি এল জয়ন্ত সিংহ এর সভাপতিত্বে ও এল সুচনা সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারতের মনিপুরী রাজা ও রাজ্যসভার এমপি লৈশেম্বা সানাজাউবা, মণিপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাওরেম স্বানাতম্বা, মণিপুর (ভারত) পেট্রিওটিক রাইটার ফোরামের পেট্রোন সভাপতি নাওরোইবম খাম্বালোয়াং, সাবেক সভাপতি ড. ওয়াইস্কুল খোয়াইরাকপম, বিএসইসি এর সাবেক অতিরিক্ত সচিব কংখাম নিলমনি সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,
 
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি হিজম সুশীল সিংহ প্রমুখ। 
 
 অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মণিপুর (ভারত) পেট্রিওটিক রাইটার ফোরামের সাধারণ সম্পাদক রাকেশ নাওরেম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সাংস্কৃতিক সম্পাদক ইবুংহাল শ্যামল, বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক  হাউবম সৌরব প্রমুখ। এর অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
এতে মণিপুরী ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে মণিপুরের বিখ্যাত সংগীতশিল্পী সরি সেনজম এর একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
 উল্লেখ্য, নিঙল চাকৌবা হলো একটি উৎসব, যা মণিপুরী ক্যালেন্ডারের হিয়ানগেই মাসের দ্বিতীয় চান্দ্র দিনে মণিপুরী জনগণ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে। বিবাহিত মহিলাদের এবং তাদের পৈতৃক পরিবারের মধ্যে প্রেমের বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে এই উৎসবটি প্রতিবছর পালিত হয়।
সংবাদটি শেয়ার করুন