সাহিত্য ও কবিতা

চিঠি, তুমি………. ।।  শীতল চট্টোপাধ্যায়

চিঠি, তুমি………. ।।  শীতল চট্টোপাধ্যায়

তোমাকে আজ আর পৃথিবী বৃত্তে পাওয়া যাবেনা’ প্রিয়তম চিঠি ‘৷
সেই তুমি, আখর প্রাণে চিঠি হয়েই তোমার জীবন পরিচিতি
লাভ করেছিলে একদিন ৷
আর আজ, ইতিহাসের অস্পষ্ট মলিন আবছায়ায় হারিয়ে যাওয়া-
চিঠি অস্তিত্বের – তুমিই ৷
তোমাতেই সূচিত হোতো আবেগ মথিত সম্বোধন-
পূজনীয়, শ্রদ্ধেয়, প্রিয়, প্রিয়তমাসু, সুচরিতাসুর মতো শব্দ তৃপ্ততা ৷
তুমি পত্র, তুমি রোকা, তুমি বার্তা ধারক, তুমি চিঠি ৷
জীবন অনুভূতিতে যখনই অন্তর ভাষার উঁকি
তখনই তোমাকে ভাবা, তখনই তোমাকে চাওয়া,
মনের ভাষা খদিত শিল্প সুষমায়
তোমাকে চিঠি রূপে সৃষ্টি করা,অন্তর মন্থনে তোমার জাগরন ঘটানো ৷
ঠিক যখন চিঠি লেখার বয়সে প্রথম পৌঁছুলো জীবন,
তখন তুমি খাতার পাতার কোণ ছেঁড়ায়
চুপি সারে, সবার অলক্ষ্যে, মন কথার প্রতিচ্ছবি৷
তারপর পোস্ট কার্ড, ইনল্যান্ড, এনভেলপে
উড়ে গিয়েছ ডাক পিওনের ডানায়,
এখান থেকে সেখানের দূরে, আরও দূরে……
তুমি কখনো ভোরের আলো ছড়িয়েছ জীবন আকাশে,
কখনো রোদ্দুরে দগ্ধ করেছ হৃদয়ের নরম অনুভূতিকে,
কখনো কারো কাছে সূর্যাস্তের ছায়াতেও পৌঁছেছিলে যেন!
জীবনের মন উৎসারিত গোপন ইচ্ছে কথার লেখা রূপে তুমি–
পৌঁছুতে সেই কাঙ্খিতের কাছে
চিরন্তনের ‘প্রেমপত্রে’৷
অনন্যতায় অস্তিত্ব হীনেও -তোমার অ- বিকল্পে তোমারই থেকে যাওয়া
এক স্মৃতিময় পৃথিবীর পরতে-পরতে৷
চিঠির জন্য এখন প্রতীক্ষিত হতে ভুলে গেছে হৃদয়, চোখ আর চিঠির অপেক্ষায় চেয়ে থাকেনা অপলকে৷
পিওনকে দেখে দেবদূত দর্শণের ভাবনাও বিলুপ্ত হয়েছে
তার আর দর্শণ নেই বলেই!
দূরবাসি আপনজন, প্রিয়জন, চিঠি ডোরে বাঁধা নেই কেউই এখন,
নেই, চিঠিকে নিয়ে একান্তে লুকিয়ে পড়ে – ঢেউ হয়ে দুলে ওঠা,
ডানা মেলে উড়ে চলা৷
চিঠি তুমি – বৃষ্টি হ’তে, ফাগুন হ’তে, স্বপ্ন হ’তে, সত্যি হ’তে,
দখিনি বাতাস হ’তে, পলাশের মত রাঙা হ’তে ,
হ’তে পূর্ণিমার জোৎস্না আখরে লেখা অশেষ রূপময়তায় ভরা৷
তুমি তো সেই চিঠি, তোমার জন্য বারি ধারা হতে পারা মনগুলো আজও –
বক্ষ আধারে মন লেখায় নিরন্তর নিরাকারে নিকট করে তোমাকে,
স্মৃতি রেখায় ফুটিয়ে তোলে – তোমার চিঠিমুখ ৷
তুমি নেই বলেই, তোমাকে নিয়ে ভোরের আগে ঠিকানায় পৌঁছানোর ‘রানার’ – পথে বেরোয়না আর,
সসম্মানে তোমাকে- তার, পৌঁছে দেওয়ার দায়িত্ব
সেই …কবে যেন – হয়ে গেছে শেষ ৷
তুমি নেই, তবু – তোমাকে চিঠি আবক্ষের মর্মরে রেখে যাব-
পৃথিবীর চোখে দৃষ্টি শক্তি থাকবে যতদিন,
তোমাকে রাখবো অজন্তা-ইলোরার গুহায় পাথর খদিত পত্রলেখার বিলুপ্ত জয়ে ,
তোমাকে রাখবো পথের পাশে ফলকে-ফলকে
চিঠি হারানোর বিবর্তনী ইতি যুগ লিখে ৷

 



সংবাদটি শেয়ার করুন