সাহিত্য ও কবিতা

জিরো পয়েন্ট থেকে ||||| পুলক বড়ুয়া


জিরো পয়েন্ট থেকে ||||| পুলক বড়ুয়া


তোমার লাইক কিংবা কমেন্টের তো কোনো খবর
নেই ! তুমি কী আমার পদ্যকে দ্যাখ না ! নাকি ইচ্ছে
করেই এড়িয়ে যাও—দ্যাখেও না-দ্যাখার মতোন
থাক; এ তোমার অহম-ভণিতা ছাড়া কিছু
নয়, অন্য কিছু নয়—নয় অবহেলা, অভিমান
ভালো লাগা মন্দ লাগার বিষয় তো নয়ই; তুমি
এখন ঘুপচি-গলির মতোন এসব পেরিয়ে
একেবারে সদর রাস্তায় এসে দাঁড়িয়েছ—যার
নাম, রাজপথ—আমাদের ওপেন সিক্রেট প্রেম

ইচ্ছে হলে শূন্য বিন্দু থেকে যাত্রা আরম্ভ করতে
পারি,—অই যে জিরো পয়েন্ট থেকে যেকোনো দিকেই !

সংবাদটি শেয়ার করুন