সাহিত্য ও কবিতা

নগ্ননীলনিদ্রা |||| পুলক বড়ুয়া


নগ্ননীলনিদ্রা

-পুলক বড়ুয়া


দুচোখে অন্ধ ঘুম
দুচোখে বন্ধ ঘুম
দুচোখে উজ্জ্বল ঘুম

দুচোখে উড়ছে ঘুম
দুচোখে নামছে ঘুম
দুচোখে অচল ঘুম

যদি ঘুম না-হয়
যদি ঘুমুতে ইচ্ছে না-হয়
যদি ঘুমগুলো বিবাগী, বৈরাগী
যদি ঘুমগুলো গুম, খুন, ফেরারি, বাউরি …

ঘুমগুলো কী প্রতিক্রিয়াশীল, বুমেরাং
দুচোখের নিম্নে কালশিট খুঁত, রেখে যাওয়া দাগ
আমি খোঁজ করি তার নিখোঁজ সংবাদ
আমি খুঁজি তার নিখোঁজ খোঁজ

পলাতক দিনগুলো কবে ফিরবে
পলাতকা নিদগুলো কবে আসবে
উদাসী নির্বাসিতা ঘুমেরা আমার মনদাসী হবে
ফের অরক্ষিতা বনবাসী নিদ্রাদেবীকে
আমি ফিরে পাব শকুন্তলার মতোন
তার আগে কণ্বের তপোবনে গোপনে দিনাতিপাত করুক
তন্বী হয়ে উঠুক, বেড়ে উঠুক
নিজস্ব আড়ালে-আবডালে নিজেরই আপন মনে

বাউলা নিদ্রা তো একদিন ঠিকই চিনে নেবে আখেরি আখড়া
সে কথা আমি নিশ্চিত জানি
সে কথা ভেবে নিশ্চন্ত আমি

কে এ  অনিদ্রা
কে এ বিনিদ্র অন্ধকার
এ নির্ঘুম প্রহর ?

কেন সে গা ঢাকা দিল
ব্ল্যাকআউটে ঝিমোয় ?

কে তার আততায়ী, ভক্ত ?

আমাকে তাড়িয়ে বেড়ায়
আমাকে জড়ায়—
কোন ছায়াহীন ছায়া,
কোন কায়াহীন কায়া ?

হে আমার বিষন্ন ঘুমেরা
হে আমার বিপন্ন ঘুমেরা
হে আমার পরম উৎকন্ঠা, উপেক্ষা
                   … প্রিয় অবহেলা
হে আমার শূন্যতা

সেতুর ওপারে ঘুমগুলো আমার
সেতুর ওপরে ঘুমগুলো আমার
সেতুর এপারে ঘুমগুলো আমার
যদি সাঁকোটাই ভেঙে পড়ে
দুর্ঘটনা কবলিত ঘুমগুলো
আহত-নিহত-পঙ্গু ভাঙাচোরা ঘুমগুলো
কেউ উঠে পড়ে
কেউ ডুবে যায়
কেউ কেউ খরস্রোতা তিলেকে ভেসে যায়

আমার কতক ঘুম ক্ষণিক উধাও
আমার কতিপয় ঘুম কোথাও চলে গেছে
আমার কিছু কিছু ঘুম দেশান্তরী
আমার একঝাঁক ঘুম আজ নিরুদ্দিষ্ট
আমার একদল ঘুম ঐ রোহিঙ্গাদের মতোন উদ্বাস্তু শিবিরে

আমার কোনো কোনো ঘুম বেঈমান
আমার কোনো কোনো ঘুম অবিশ্বাসী
আমার কোনো কোনো ঘুম আত্মঘাতী
আমার কোনো কোনো ঘুম স্থান-কাল-পাত্রহীন
আমার কোনো কোনো ঘুম নামহীন গোত্রহীন
আমার কোনো কোনো ঘুম বেদুইন
আমার কোনো কোনো ঘুম বেদে ও বেদেনী

ওদের নিরুদ্দেশ যাত্রার সঙ্গী : একমাত্র ঠিকানা :
অনিশ্চিত বেপথু গন্তব্য

হারিয়ে যাওয়া ঘুমগুলো আমার শত্রু
গুড়িয়ে যাওয়া ঘুমগুলো আমার মিত্র
কুড়িয়ে পাওয়া ঘুমগুলো আমার সৌভাগ্য
না-চাইতে আসা ঘুমগুলো আমার বরপুত্র

কত প্রিয় ঘুম এখন দূরে চলে গেছে
কত প্রিয় ঘুম এখন কাছে নেই, সরে গেছে
আমার অগুণতি ঘুমেরা পরবাসে অভিবাসী

ঘুমগুলো কী রাগী
ঘুমগুলো কী অভিমানী
বিরহী, বিচ্ছেদকাতর, প্রণয়ী

বিনিদ্র রজনীগুলো আমার, অনিদ্রাগুলো আমার
সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা
শণাক্ত ঘুমটি আমার প্রিয় বোন
গোলাগুলিতে পড়ে থাকা ক্রসফায়ারে কথিত
রক্তাক্ত ঘুমটি আমারই সাহস-সহোদর
চিতাকাঠে উঠিয়ে দেওয়া দাহ-ঘুম
মাটির কোলে আচ্ছাদিত না-ফেরা ঘুম
জলে-স্থলে-হাওয়ায় মিশে যাওয়া শেষবিন্দুগুলো
আমার অমর-অগ্রিম-অন্তিম নিদ্রামুদ্রা
গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া
একেকটি সাদা পোশাকধারী-নিদ্রা আমার
নষ্ট-পচা-গলা-মৃত অনিদ্রাসমূহের সুরতহাল—
ফরেনসিক রিপোর্ট-ডিএনএ টেস্ট—বেওয়ারিশ-ঘুমবন্দী

ওই সবুজে-শ্যামলে আচ্ছন্ন শান্ত-সৌম্য ঘুমগুলো
আমার চেনা-শোনা-জানা স্বজন ঘুমগুলো
আত্মীয় আলো-হাওয়ায় উড়ে গেছে
কত শহুরে বেদখল বেখবর
লাগোয়া-যান্ত্রিক-প্রতিবেশী-নাগরিক
তন্দ্রাসমূহ চাপা পড়ে আছে

পরিচিত সুখনিদ্রাগুলো আমি বড় বেশি ভালোবাসি
নশ্বর-নিদ্রাগুলো আসা-যাওয়া করুক
অবিনশ্বর অনাত্মীয় নিদ্রা চাই না
অনালোকিত নিদ্রা নিপাত যাক

আমি জানি, আমার ভেতরে আমার আত্মার
অতলে ঘাপটি মেরে সমস্ত সুসুপ্তি আমার
গভীর গেরিলার মতো একদা আমাকে
গাঢ় ঘুমে ডেকে নেবে, ঢেকে দেবে

রাজ্যের ঘুমগুলোকে অদ্য কে শূঁলে চড়ায়
আমার নিদ্রা-নিয়তিকে শয্যা থেকে তুলে নিয়ে যায়, ধায়
আর কত কিনে কিনে বীজ বুনব
আমি আরাম-আয়েশের ঘুমের বীজতলা বানাব
আমি ঘুমের অভয়ারণ্য চাই
আমি অঘোরে-বেঘোরে ঘুমুতে
একটা গহন গহীন বুনো ঘুম চাই
কোনো নিদ্রাকুসুম তৈল নয়
যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল
এই প্রাকৃতিক নির্বাচন আমার ইনসমনিয়াকে
দূরে ঠেলে দেবে, রুখে দেবে, মুচে দেবে প্রবল প্রতিরোধে
আমি যেকোনো খাঁটি ঘুমকে শুভেচ্ছা জানাব
আমি যেকোনো শুদ্ধ ঘুমকে স্বাগত জানাব

নিয়মিত ঘুমগুলো স্বাভাবিক
স্বাভাবিক ঘুমগুলো নিরপেক্ষ
নিরপেক্ষ ঘুমগুলো নিরুপদ্রব, নিরাপদ, পবিত্র

ঘুমের সপক্ষে যুদ্ধ চাই না
ঘুমের পক্ষে স্বস্তি সুন্দর
ঘুমের পক্ষে লড়াই নয়
ঘুমগুলো অতি শান্তিপ্রিয়
নিদ্রাগুলো শান্তিপূর্ণ সহাবস্থান চায়
তোমার সাথে নিত্য সহবাস চায়

তোমার সুধা অমিয়
তন্দ্রার সুধা অমিয় !

 





পুলক বড়ুয়া –কবি, লেখক । বাংলাদেশ




সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন