প্রবাসের সংবাদ ফিচার্ড

নিউইয়র্কে বিএনপির র‌্যালিতে শেখ হাসিনাকে প্রতিরোধের ডাক

নিউইয়র্ক স্টেট বিএনপির র‌্যলিতে অংশগ্রহণকারিরা। ছবি-এনআরবি নিউজ

নিউইয়র্কে বিএনপির র‌্যালিতে শেখ হাসিনাকে প্রতিরোধের ডাক

নিউইয়র্ক স্টেট বিএনপির র‌্যালিতে কেন্দ্রীয় নেতা ও জাসাসের সেক্রেটারি চিত্রনায়ক হেলাল খান প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ‘জাতিসংঘে যোগদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিরোধের মধ্যদিয়ে আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের দু:শাসন আর অপশাসনের বিস্তারিত তথ্য জানাতে হবে। এজন্যে সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’ হেলাল খান আরো উল্লেখ করেছেন, ‘শীঘ্রই নির্দেশ আসবে দুর্বার আন্দোলনের। আন্তর্জাতিক সমর্থন নিয়ে সেই আন্দোলনে নব্বইয়ের মত নব্য স্বৈরাচারের পতন ঘটাতে হবে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই’। হেলাল খান বলেন, ‘একাত্তরে বাঙালিরা পাক হায়েনাদের হটিয়েছে, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাও সকলের জানা আছে। তাই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও বিএনপির নেতা-কর্মীদের সরব হবার সময় এসেছে।’ উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আসার কথা ১৯ সেপ্টেম্বর। সে সময় জাতিসংঘের সামনে এবং এয়ারপোর্টে শেখ হাসিনাকে কাল পতাকা প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বিএনপির বিভিন্ন গ্রুপ সম্মিলিতভাবে।

৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ র‌্যালির উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। এ সময় তিনি বলেন, ‘হাই কমান্ডের নির্দেশে ইতিমধ্যেই আমরা মার্কিন কংগ্রেসে লবিং শুরু করেছি। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী এবং ১/১১ তে  গঠিত তথাকথিত কেয়ারটেকার সরকার হটাতে এই প্রবাস থেকে যে ধরনের আন্দোলন রচিত হয়েছিল, একইভাবে আবারো আন্দোলন শুরু করতে হবে।’

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, শীঘ্রই জাতিসংঘ,স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজের সামনে র‌্যালি করা হবে। ঢাকা থেকে আন্দোলনের নির্দেশ পেলেই আমরা বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করবো।

স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ র‌্যালিতে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘এখন নেতৃত্ব নিয়ে কোন্দলের সময় নয়, এখন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলের ঐক্যবদ্ধ আওয়াজ উঠানোর সময়। এ নিয়ে কালক্ষেপণের অবকাশ নেই।’

দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র‌্যালিতে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম দুলাল, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রধান উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক জসীমউদ্দিন ভিপি, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. নূরল আলম, নিউইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল হক আজাদ, নির্বাহী সদস্য আবুল খায়ের আলম, ইয়াসমীন আরা, নিউইয়র্ক সিটি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, বিএনপি নেতা মনির চৌধুরী, মিজানুর রহমান, হুমায়ুন কবীর, দেওয়ান কাওসার, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন