ফিচার্ড সাহিত্য ও কবিতা

পিতা ও পুত্র, প্রত্যয় এবং প্রত্যাশা |||  ইফতেখার  ফয়সাল 

পিতা ও পুত্র, প্রত্যয় এবং প্রত্যাশা |||  ইফতেখার  ফয়সাল


এক পুত্র তার বৃদ্ধ বাবাকে নিয়ে রাতের
খাবারের জন্য একটি রেস্টুরেন্টে-এলো।
.
খাওয়ার সময় বৃদ্ধ বাবা শারীরিক
দুর্বলতার জন্য কয়েকবার খাবারগুলো
নিজের কাপড়ে ফেলে দিয়েছিলেন।
রেস্টুরেন্টের অন্যান্য যারা খাবার
খাচ্ছিল তারা বৃদ্ধ লোকটিকে খুব ঘৃণার
চোখে দেখছিল এবং উপহাস
করছিল,কিন্তু পুত্র একটা কথাও বলেনি।
খাওয়া শেষ হওয়ার পর পুত্র কোনো
সংকোচবোধ না করে বৃদ্ধ বাবাকে
বাথরুমে নিয়ে গেল।
.
বাবার কাপড় পরিষ্কার করে দিল, মুখ
মুছিয়ে দিল,তারপর বাবাকে চশমা
পরিয়ে ধীরে ধীরে বাথরুম থেকে
বেরিয়ে এলো।
রেস্টুরেন্টের সবাই চুপচাপ ওদের লক্ষ্য
করছিল। ছেলে খাবারের বিল দিয়ে
বেরিয়ে যাচ্ছিল এমন সময় আহাররত অন্য
এক বৃদ্ধ ছেলেটাকে ডাকল। ছেলেটি
কাছে এলে বৃদ্ধ বলল,”আচ্ছা তোমার কি
মনে হচ্ছে না তুমি এখানে কিছু ফেলে
যাচ্ছ?” ছেলেটি বলল,”না তো, আমি
এখানে কিছুই ফেলে যাচ্ছি না ।” তখন
বৃদ্ধটি ছেলেটির হাত ধরে বলল, “বাবা
তুমি এখানে কি ফেলে যাচ্ছ জানো?
.
তুমি ফেলে যাচ্ছ প্রত্যেক পুত্রের জন্য
শিক্ষা এবং দৃষ্টান্ত। আর আমাদের মতো
বৃদ্ধ বাবাদের জন্য ফেলে যাচ্ছ প্রত্যয়
এবং প্রত্যাশা..
সংবাদটি শেয়ার করুন