ফিচার্ড বিশ্ব

প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছেন আফগান পরিচালক, ভিডিও ভাইরাল

আফগান পরিচালক সাহারা করিমি

প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছেন আফগান পরিচালক, ভিডিও ভাইরাল

বন্দুকের নল থেকে ক্রমাগত নিক্ষেপ করা হচ্ছে গুলি। আফগানিস্তানের বাতাসে ভাসছে বারুদের গন্ধ। পথেঘাটে পড়ে রয়েছে লাশ। সিনেমার মতো মনে হলেও এটাই এখন বাস্তব। আর এর মধ্যেই তালেবানদের হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে রাস্তায় ছুটছেন পরিচালক সাহারা করিমি। আফগানিস্তানের খ্যাতিমান নারী চলচ্চিত্র পরিচালকের বাঁচার আর্জির সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রবিবার কাবুলের দখল নিয়েছে তালেবান। দেশের চার কোটি মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেশত্যাগ করেছেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তার পর থেকেই ভয়াবহ ছবি উঠে আসছে আফগানিস্তান থেকে। বিমানের চাকায় ঝুলে পালাতে গিয়ে মাঝ আকাশ থেকে পড়ে মৃত্যু হয়েছে দুইজনের। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবরও সামনে এসেছে।

ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তন হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। সময় যতই অতিবাহিত হচ্ছে, ততই তালেবানি সন্ত্রাস জাঁকিয়ে বসছে সেখানে। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন আফগান ভূমের শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িতরাও। উদ্বিগ্ন চলচ্চিত্র পরিচালক সাহারা করিমি। সিনেমাকে বাঁচান! আমাদের হাতে সময় খুবই কম! গোটা বিশ্বের ফিল্ম মেকারদের কাছে করুণ আর্তি জানালেন তিনি। তাঁর হয়ে সবাইকে আর্জি জানালেন ভারতীয় পরিচালক অনুরাগ কশ্যপ। তিনি লিখেছেন, ‘আফগানিস্তানের থেকে মুখ ফিরিয়ে থাকবেন না।’

ধর্মীয় কট্টরপন্থীদের আগ্রাসনে দেশের শিল্পজগৎ কীভাবে বাঁচবে? উদ্বিগ্ন আফগানিস্তানের ফিল্ম অর্গানাইজেশনের প্রথম নারী চেয়ারম্যান সাহারা করিমি। নিজের টুইটার হ্যান্ডেলে একটি চিঠি পোস্ট করেছেন তিনি। কীভাবে আফগানিস্তানের মানুষের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, কীভাবে প্রতিনিয়ত আশঙ্কার মধ্যে তাঁরা দিন কাটাচ্ছেন, সমস্তটা বর্ণনা করেন সাহারা।

তিনি জানান, জনপ্রিয় কমেডিয়ান থেকে কবি ও তথ্য-সংস্কৃতি বিভাগের প্রধানেরও প্রাণ গেছে তালেবানদের হাতে। জনসমক্ষে অনেককে ফাঁসিতেও ঝোলানো হয়েছে। উদ্বেগ প্রকাশ করে সাহারা বলেন, ‘পরবর্তী টার্গেট হয়তো আমি।’

সাহারার এই চিঠি শেয়ার করেছেন অনুরাগ কাশ্যপ। টুইট ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যতদূর সম্ভব হয় এটি শেয়ার করে ছড়িয়ে দিন।’ তাঁর ভিডিও শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়, অনিক দত্ত, শ্রীলেখা মিত্ররাও।

খ্যাতিমান আফগান চলচ্চিত্র পরিচালক সাহারা করিমি নিজের চিঠির শুরুতে লিখেছেন।  ‘অত্যন্ত ভগ্ন হৃদয়ে আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, আমার দেশের মানুষদের বাঁচান। সুন্দর দেশটাকে বাঁচান। মুখ ফিরিয়ে থাকবেন না। চলচ্চিত্র পরিচালকদের বাঁচান। তাঁরা সকলে বিপন্ন।

গত কয়েক সপ্তাহে তালেবানরা আমাদের ছাড়খার করে দিয়েছে। শিশুদের অপহরণ করা হয়েছে। মেয়েদের বিক্রি করে দেওয়া হয়েছে। জোরপূর্বক তালেবানদের সঙ্গে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র পোশাকের জন্য একজন নারীকে খুন করা হয়েছে।’

সাহারা করিমি আরো বলেন, ‘মিডিয়া, সরকার এবং বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি চুপ। যেন মনে হচ্ছে তালেবানদের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি হচ্ছে। এটা কখনো কাম্য ছিল না। একজন পরিচালক হিসেবে নিজের দেশে যেটুকু কাজ করতে পেরেছি, তা আজ বিপন্ন।’

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন