ফিচার্ড বিশ্ব

আফগান ইস্যুতে যা বললেন বাইডেন

জো বাইডেন

আফগান ইস্যুতে যা বললেন বাইডেন

ব্যাপক সমালোচনার মুখে পড়লেও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মার্কিন বাহিনী প্রত্যাহারের কোনও ভালো সময় নেই।

ক্যাম্প ডেভিডে অবকাশ কাটিয়ে সোমবার হোয়াইট হাউসে ফিরে প্রথমবারের মতো প্রকাশ্যে আফগান ইস্যুতে যা বললেন বাইডেন  । তিনি বলেন, ‘ভালো সময় যদি কিছু থেকে থাকে তাহলে গত সপ্তাহে আফগানিস্তানে মার্কিন সামরিক সম্পৃক্ততার অবসানই সঠিক সিদ্ধান্ত।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকান বাহিনীর এমন কোনও যুদ্ধ করা এবং নিহত হওয়া উচিত না, যেখানে আফগান বাহিনী নিজেদের জন্যই লড়াই করতে চায় না।’

গত এপ্রিলে জো বাইডেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রত্যাহার শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই ঝড়ের গতিতে গত রবিবার কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এনিয়ে মারাত্মক রাজনৈতিক সমালোচনার মুখে রয়েছেন বাইডেন।

সোমবার বাইডেন বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশন কখনোই একটি জাতি গঠনের বিষয় ছিলো না। তিনি জানান, ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটিতে আরও হাজার হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি।

বাইডেন উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তালেবানের সঙ্গে যে চুক্তি করেছিলেন তাতে এই বছরের মে মাসের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ছিলো। তিনি জানান, চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বাইডেন বলেন, পঞ্চম প্রেসিডেন্টের কাছে এই দায়িত্ব ছেড়ে যাবো না। তিনি বলেন, ‘আমি আমেরিকান জনগণকে এমন দাবি করে বিভ্রান্ত করবো না যে, আফগানিস্তানে আরেকটু সময় দিলেই সব পাল্টে যাবে।’ -বাংলা ট্রিবিউন

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন