Related Articles
একগুচ্ছ কবিতায় – বিচিত্র কুমার
একগুচ্ছ কবিতায় – বিচিত্র কুমার ——————————————— ০১) মায়া সভ্যতা একটা সত্যিকারের ভালোবাসার জন্যে আমি হাজার কোটি বছর ধরে রঙিন পথে হেঁটেছি, সেই তাজমহল থেকে মিশরের পিরামিড চূড়া কিম্বা হিমালয় থেকে আল্পাস চূড়া। কোথাও খুঁজে পাইনি একটু সত্যিকারের মমতা পুরো পৃথিবীটা শুধু একটা মায়া সভ্যতা। —————————————————- ০২) তোমার বর্ণনা তুমি ছিলে কবিতার ছন্দের মতো মিষ্টি কী […]
ক্ষমা / বিপ্লব ঘোষ
ক্ষমা / বিপ্লব ঘোষ আর কত আঘাত পেলে বলো পৃথিবী শহিদ হয়ে বিদায় নেবো ! জানি এখন আর কোনো কিছু নেই সমস্ত জয়ও আমারই পরাজয় । সব হারিয়ে শূন্য হয়ে দাঁড়িয়ে আছি চলে গেলে আর ফিরব না । তাই অপেক্ষায় আছি– শোনো শুধু ক্ষমা চাইবার দিয়ো অবসর । আমি কবি বলে বলছি নে কবির কেহ […]
অবশেষে যেটুকু লেখা: ।।।।। জয়িতা চট্টোপাধ্যায়
অবশেষে যেটুকু লেখা: ।।।।। জয়িতা চট্টোপাধ্যায় যে পাতায় তোমাকে লিখি সেখানেই রোদের কারুকাজ গতজন্মের অতৃপ্তিতে বাড়ে শিকড়ে ছায়ানুন কুড়িয়ে তুলি পুনর্জন্ম তোমার চেনা মুখ পাথর উড়ে গেলে অজস্র যন্ত্রণা পালক হয় ডানারা ওড়ে ,ছেঁকে তোলে তোমার একান্ত উপেক্ষা মেঘের লজ্জা নাভির আহ্বান লেখে অবজ্ঞার সময় একই পথে হেঁটে যায় আমার পাগল জন্ম […]