সাহিত্য ও কবিতা

পিছ পা |||| পুলক বড়ুয়া


পিছ পা

-পুলক বড়ুয়া


তোমার ছবিটা মনোরম আরও কী কী
নরম তা বলা যাবে না এমন নয়
তবে অই ছবিটার কোমল মুখটা
তোমার মনের আয়না কি না জানি না—
কী জানব, বল, আমি তো আর দেখিনি
অধরা সেখানে আমার কাতর শূন্য
অধীর অধর ! হোক না দর্পণ, দর্প
তো আর না, হবে চূর্ণ ! এ তো আর সত্যি
সত্যি একেবারে কাঁচে গড়া নয় যে সে
একবারে ভেঙে যাবে—ভেঙে গেলে আর
ভেঙে যাবে, জোড়া লাগবে না ! এটা কোনো—
তুমি কোনো জড় পদার্থ নও যে কোনো
ভাস্করের মূর্তির মতোন এক থিতু
হয়ে আছ এক জায়গায়, থাকতেই
হবে নিরুপায়, ঠাঁয়—তোমার ভেতরে
প্রাণশক্তি নেই বলে;—শিল্প তো পরোক্ষ,
জীবন প্রত্যক্ষ করে তাকে সরাসরি

তুমি ছবি নও; তোমাকে ছবিতে দেখে
তোমার ছবিকে দেখে বলছি এসব
কথা—না, তোমাকে চ্যালেঞ্জ করতে নয় ।

আমি তো তোমার দিকে আজও ছুঁড়ে দিই
দূরন্ত উড়ন্ত সাহসী চুমোর মতো
প্রিয় সেই চিরায়ত চ্যালেঞ্জ যেখানে
আমি আজও এক পা-ও পিছ পা হইনি—

এবং হব না কোনোদিন, এসে দেখ—
তাল গাছ হয়ে সটান দাঁড়িয়ে আছি
যেখানে বাবুই পাখির মতোন শূন্যে
নিখুঁত শিল্পীর মতোন গড়তে পার
কোনো শিল্পবাড়ি নান্দনিক নীড়, শুধু
শিল্পী নয়, সুনিবিড় সুনিপুণ এক
শিল্পকলা হয়ে আশমানী নীড় অই
ঝুলন্ত নন্দন হবে সুবাস্তু সুদৃশ্য :

কার আগে কে জানি না উপচে পড়বে !

সংবাদটি শেয়ার করুন