সাহিত্য ও কবিতা

মালেকের মালিকানা!  ||||  বিশ্বজিৎ মানিক


মালেকের মালিকানা!  ||||  বিশ্বজিৎ মানিক


চালকের চব্বিশ ফ্ল্যাট – আর তিনটে বাড়ি
স্বাস্থ্যের মহাপরিচালকের – চালাতো সে গাড়ি।
সন্ধান পেয়ে র‍্যাব তাকে – করে গ্রেফতার
পাবেনা তো বুঝি আমি – এর থেকে নিস্তার।

আবদুল মালেক নাম তার – বেশভূষা ভালো
দাঁড়ি টুপি থাকলেও – স্বভাবটা কালো!
কোটি কোটি টাকা করে – অবৈধ রোজগার
গড়েছিল আবদুল মালেক – টাকার পাহাড়।

চালকের চালাকিতে – পড়ে বড়বাবু
তাকেও তো আজ দেখি – হতে হবে কাবু!
আকাজ কুকাজ করে – মিলে দুইজনে
রাতারাতি যায় নাকি – কোটিপতি বনে।

বড়দের কাছে ছোট – হয়ে গেলে আপন
মেঝোদের মান যায় – চলে অকারণ।
নিয়ন্ত্রণ থাকেনা আর – মেঝোদের কাছে
কৌশল করে ছোট – করে দিতে মিছে।

বড় গিন্নী হয়ে যান – ছোটদের মাতা
অনর্গল বলে ছোট – মনগড়া কথা।
মিছামিছি করে কতো – তথ্য উপস্থাপন
শুনে যাহা বিষাক্ত হয় – বড়দের মন।

ভুরিভুরি মালেক আজ – এদেশেতে আছে
আঙুল ফুলে কলা গাছ – যারা বনে গেছে।
বড় সাহেব গিন্নী মাতার – আশকারা পেয়ে
কর্মক্ষেত্র তাদের কাছে – গেছে জিম্মি হয়ে।

চাটুকার দেয় আজ – চারিত্রিক সনদ
তার উপরে যারা আছে – হয়ে গেছে বলদ
সে যাকে ভালো বলে – ভালো সে-ই হয়
তুষ্ট না হলে চাটু – তুমি ভালো নয়।

মালেকের মালিকানায় – আছে যতো ধন
সবকিছু করা হোক – রাষ্ট্রে আনয়ন।
তা হলেই মালেকেরা – সাবধান হবে
নচেৎ রক্তে কেনা আমার এদেশ – ধ্বংস করে দেবে।

মালেকেরা যায় যদি – বেড়ে এভাবে
অনিবার্য হয়ে দেশ রসাতলে যাবে।
চাটুকার মোসাহেব – চুরমার করে
এদেরে সবার আগে – জেলে ভরো ধরে।

২১/০৯/২০২০ খ্রিস্টাব্দ।

 

 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন