প্রবাসের সংবাদ

বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংবাদ

ধর্ষণকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্কে র‌্যালি। ছবি-এনআরবি নিউজ।

বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সংবাদ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে প্রতিবাদ র‌্যালি হলো নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়,মিশিগানের হ্যামট্রমিক সিটিতে। উত্তর আমেরিকায় জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগেও সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আন্তর্জাতিক ভার্চুয়াল সমাবেশ হয়। সারা আমেরিকায় প্রবাসীরা সোচ্চার ধর্ষণকারিদের দ্রæত বিচার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে সাংবাদিক তোফাজ্জল লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালিতে বক্তাগণ বলেন, ‘ধর্ষণের বিচার যথাযথভাবে না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই ধর্ষণকারির এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে যেনো কেউ ধর্ষণ করার সাহস না পায়। প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ সমাবেশ না করতে পারলেও যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ধষেণের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখেন।
র‌্যালিতে অংশগ্রহণকারিদের মধ্যে ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট মুজাহিদ আনসারি, নিউইয়র্ক শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মণিকা রায়, লেখক ও ছড়াকার ইশতিয়াক রুপু, আবৃত্তি শিল্পী কান্তা কবির, লেখক আসলাম আহমদ খান, গণজাগরণ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা-সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তাজুল ইসলাম, লেখিকা শেলী জামান খান, নির্মাতা রহমান টিটো, সহযোগী নার্স সীমা সুস্মিতা, জুয়েল মালিক, জুলিয়েট রোজারিও, বিভাষ মল্লিক, শেখ শোয়েব সাজ্জাদ, ইলা সরকার, বিউটি খানম প্রমুখ। প্রতিবাদ সমাবেশের পোস্টার এঁকেছেন শান্তিনিকেতনের ছাত্র রিফাত বিন সালাম।
২৮ সেপ্টেম্বর সোমবার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভার্চুয়াল প্রতিবাদ সভায় বিশেষ অধ্যাদেশ জারী করে সিলেট এমসি কলেজে সংঘটিত গণধর্ষণের দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানানো হয়েছে। এ সভায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বৃহত্তর সিলেটের বিশিষ্টজনরা অংশ নেন।

ধর্ষণকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্কে র‌্যালি। ছবি-এনআরবি নিউজ।


সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের যৌথ সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন ট্রাষ্টি, শহীদ মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমদ, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সি এম তোফায়েল সামী, প্রাক্তন যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ আক্তারুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, কানাডা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হেনু মিয়া, ইতালী জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ওলি উদ্দিন শামীম, ইংল্যান্ড জালালাবাদ এসোসিয়শনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ট্রাষ্টি বোর্ড সদস্য আব্দুস সালাম, এডভোকেট নাসির উদ্দিন, প্রাক্তন ট্রাষ্টি মনজুর আহমদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি, প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আহমদ জিলু, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি সভাপতি সোহান আহমদ টুটুল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তফা কামাল, প্রবীন রাজনীতিবিদ লূৎফুর রহমান চৌধুরী হেলাল ও এমাদ চৌধুরী, এমসি ও সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক চৌধুরী, নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিক সংস্করণের আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাংবাদিক ইশতিয়াক রুপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, গ্রেটার জৈন্তা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, নিউজার্সির কামরুল হাদী, শাহাব চৌধুরী, ময়েজ উদ্দিন, হাফিজ শাহবাজ আহমদ, চৌধুরী মোমিত তানিম ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ-সভাপতি জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ ও কার্যকরী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এ সভায় যুক্তরাষ্ট্র থেকে একটি ‘নাগরিক ঐক্য কমিটি’ গঠন করারও সিন্ধান্ত নেয়া হয়।

ধর্ষণকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জালালাবাদ এসোসিয়েশনের ভার্চুয়াল মিটিং। ছবি-এনআরবি নিউজ।


মিশিগান থেকে সাংবাদিক আশিক রহমান জানিয়েছেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে জঘন্য ও বর্বরোচিতভাবে গৃহবধূ ধর্ষণ সহ বাংলাদেশে সা¤প্রতিক সময়ের ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিশিগান স্টেটে হ্যামট্রমিক সিটির কনান্টে রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গত রোরবার। সেখানে বসবাসরত এমসি কলেজের সাবেক শিক্ষার্থী সহ সচেতন বাংলাদেশী প্রবাসীদের ব্যানারে এ প্রতিবাদ সভায় প্লেকার্ড-ফেস্টুন হাতে অংশ নেন প্রবাসীরা।
সভাপতিত্ব করেন ইউটিউব-এ্যাকটিভিস্ট লাল মিয়া লালু ও সঞ্চালক ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল। বক্তব্য রাখেন হ্যামট্রমিক সিটির বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান মো.কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার ইউসূফ কামাল, সাংবাদিক সেলিম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব মিশিগানের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মঈনুল হক, সমাজকর্মী মিসবাউর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, সমাজকর্মী নাজেল হুদা, ব্যবসায়ী নেতা আরমানি আসাদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও দেশের অন্যান্য স্থানের ধর্ষণের ঘটনা অসুস্থ সমাজ ব্যবস্থার লক্ষণ। এগুলোর কারণে বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সরকার দ্রততার সাথে বিচার কার্যক্রম শেষ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এমনকি এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুসহ অন্যান্য ধর্ষণের নেপথ্যে গডফাদারদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি-এনআরবি


শেখ হাসিনার জন্মদিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। শুরুতে দলীয় সভানেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় মাওলানা রহমতউল্লাহ্্ও নেতৃত্বে। এরপর সংক্ষিপ্ত এক আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুদ্দিন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন এবং আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শাহানারা রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ আতিক, যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার , সৈয়দ কিবরিয়া, ছাত্রলীগ নেতা হেলাল মিয়া, জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, সাফাত এবং আমিনুল ইসলাম।

⇒এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন