বাংলাদেশ দূতাবাস, কায়রো, মিসর-এর মাধ্যমে কবরস্থানের জায়গা ক্রয়ের চুক্তি সম্পাদিত
কায়রো, মিসর। ০৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ দূতাবাস, কায়রো, মিসর-এর মাধ্যমে একটি কবরস্থানের জায়গা ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। কায়রোর নিকটবর্তী অবুর শহরে সরকারিভাবে নির্ধারিত বিশালাকার ‘দারুল হক’ কবরস্থানের একটি অংশবিশেষ ক্রয় করা হয়েছে, যেখানে বাংলাদেশী প্রথা অনুযায়ী শরিয়ত সম্মতভাবে দাফনের কার্য সম্পন্ন করা সম্ভব হবে। অত্র দূতাবাসের সাথে যোগাযোগ সাপেক্ষে উক্ত কবরস্থানের সুবিধা নিতে ইচ্ছুক মিসর প্রবাসী বাংলাদেশীদের দাফন কার্য সম্পাদন করা যাবে।
কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য মিসর প্রবাসী একজন বাংলাদেশী নাগরিক সম্পূর্ণ খরচ বহন করেছেন। মহান আল্লাহ তার এই নীরব-দানকে সদকায়ে জারিয়াহ হিসাবে মঞ্জুর করুন।
যোগাযোগঃ বাংলাদেশ দূতাবাস, কায়রো Tel: +2-02-25162806
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান