ফিচার্ড সাহিত্য ও কবিতা

বাবুই পাখির বাসা – কবিতা – বিশ্বজিৎ মানিক

বাবুই-পাখির-বাসা
বাবুই পাখির বাসা – কবিতা – বিশ্বজিৎ মানিক

শিল্পের কারিগর – ছোট এক পাখি
মনোযোগে তার কাছে – কারিগরি শিখি
বাবুই নামে তাকে – সকলেই জানে

ঠোঁট দিয়ে বাসা তার  – নিজে সে-ই বুনে।


সুপারি, তাল আর – খেজুরের গাছে
ঝোলা বাসা নির্মাণ – অপরূপ ধাছে
পাতা ছিঁড়ে সূতা কেটে – বাঁধে তার বাসা

পরিপাটি কারুকাজ – শিল্পে খাসা।


উঁচু শাখে বেঁধে বাসা – করে বসবাস
কুঁড়েঘর বলে ‘ চড়া’ – করে উপহাস
চড়ুই এর কথা শুনে – খিলখিলে হাসে

বাবুই থাকেনা কভু – অন্যের আবাসে।


নিজে নিজে গড়ে বাসা – থাকে পরিবার
মিলে মিশে দুইজনে – খুঁজে নেয় আহার
ডিম পেড়ে ছানা তুলে – বংশটি বাড়ে

বড়ো হলে ছানা গুলো – বাসা দেয় ছেড়ে।


বাবুই এর কাছ থেকে – শিখে নিলে কিছু
কখনোই হবে নাকো – মাথা কারো নীচু
মর্যাদা বেড়ে যাবে – এতে বেশি আরো

হোক না তা কুঁড়েঘর – নয় সেটা কারো।


বাবুই পাখির বাসা কবিতা
০৩/০৭/২০২১ খ্রিস্টাব্দ।
——————————————————————————-
সংবাদটি শেয়ার করুন