লেখালেখি

বিশ্ব বাবা দিবস স্মরণে |||| বিদ্যুৎ ভৌমিক


বিশ্ব বাবা দিবস স্মরণে |||| বিদ্যুৎ ভৌমিক


বিশ্ব বাবা দিবস উপলক্ষে সমস্ত বাবাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের কখনই ভুলে যাওয়া উচিত হবে না যে, মাতা পিতা হলেন সন্তানদের সবচেয়ে বড় আশ্রয় ও শিক্ষক । মাতার মতই একজন পিতা তার সন্তানদের জন্য এমন একজন ভাল ও যোগ্য গাইড যে, বিখ্যাত ইংরেজী কবি জর্জ হার্বার্ট বলেছেন, “একজন বাবা একশ’র বেশি স্কুল মাস্টার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ।” প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। আজ ২১ জুন সেই দিন ।  মায়ের মত একজন সন্তানের জন্য তার বাবাও গোটা জীবনটাই উৎসর্গ করেন । বাবা সন্তানের নিকট বটবৃক্ষের ছায়া ও সবচেয়ে বড় আশ্রয়সহল। বাবা সন্তানের চোখে সুপার হিরো সরূপ। আজ সেই বিশ্ব বাবা দিবসে বাবার মত একজন হিরোর ঋণ স্মরণ করার ও স্বীকার করার জন্য একটি বিশেষ দিন। বাবা নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উপহার। সন্তানের সকল বায়নাই থাকে মায়ের কাছে। এটা চাই। ওটা দাও। মা এসব আবেদন নিবেদন শোনেন বটে কিন্তু তা বাস্তবায়ন করেন বাবা। বাবা দিন-রাত পরিশ্রম ও খাটুনি খাটেন। কিন্তু বাবা নিজের জন্য এত পরিশ্রম করেন না। সন্তানের ভবিষ্যত গড়ে দেয়াই যে বাবার লক্ষ্য ও উদ্দেশ্য। বাবা নিজে ভাল খেয়ে বা নতুন জামা গায়ে দিয়ে সুখী হন না। সন্তানের খুশিতেই বাবার খুশি। বিশ্ব বাবা দিবসে এখনও আমরা আমার শহীদ পিতা ঁজিতেন্দ্র লাল ভৌমিককে অশ্রুভরা চোখে, শ্রদ্ধার সাথে এবং বিনম্র হৃদয়ে স্মরণ করি। আমার বিনয়ী, অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল পিতা ১৯৭১ সালের ১০ অক্টোবর আল-বদর ও রাজাকারদের সহায়তায় নিষ্ঠুর পাক সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছিলেন ।

কোনও ব্যক্তির জীবনে পিতা-মাতার (মা এবং বাবা) অবদানকে কোনও ভাবেই অস্বীকার করা যায় না। বাবা এবং মা উভয়ই তাদের সন্তানদের লালনপালনের জন্য আন্তরিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন । পিতামাতারা তাদের সন্তানদের ভবিষ্যৎ ও তাদের উন্নতির জন্য নিঃশ্বার্থভাবে ভাবে বিনিয়োগ করে থাকেন এবং প্রতিদানে তারা কিছুই চান না । তারা তাদের সন্তানদের উন্নতির জন্য নিঃস্বার্থ ও আন্তরিকতার সাথে অনেক ত্যাগ স্বীকার করেন। সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হল এই অনেক সন্তান বড় হয়ে চাকরী করার সাথে সাথে তাদের অতীত জীবনে পিতামাতার গৌরবময় অবদানকে ভুলে যান। অনেকে যুবক-যুবতীই বিয়ের পরে তাদের বাবা-মাকে উপেক্ষা করে । দয়া করে আপনার পিতামাতাকে Abuse করবেন না । আপনার পিতামাতাকে সম্মান করুন। ভালবাসা এবং শ্রদ্ধা পারস্পরিক এবং পরস্পরের প্রতিদানমূলক । দয়া করে কখনও ভুলে যাবেন না যে,  পিতামাতার ভালোবাসা, আশীর্বাদ-দোয়া এবং শুভকামনা তাদের সন্তানের ভবিষ্যৎ মঙ্গল এবং উন্নতিতে সহায়ক শক্তি হিসাবে প্রেরনা যোগায় ।  প্রতিটি দিনই বিশ্ব বাবা দিবসের প্রেরণায় উদ্ভাসিত হউক-এ প্রত্যাশা ও কামনা রইলো ।

-বিদ্যুৎ ভৌমিক, কলামিষ্ট,  লেখক ও সিবিএনএ’এর উপদেষ্টা। মন্ট্রিয়ল, ক্যানাডা ২০ জুন, ২০২০

 

সি/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন