দেশের সংবাদ

বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী আর নেই, দেশে-বিদেশে শোক

বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী আর নেই
কমরেড পুরঞ্জয় চক্রবর্তী বাবলা।

বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী আর নেই, দেশে-বিদেশে শোক

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যাক্তিত্ব, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রতিষ্ঠার অন্যতম সংগঠক, খেলাঘর সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড পুরঞ্জয় চক্রবর্তী (বাবলা) আর নেই।
সোমবার(২৪ আগস্ট) ভোর ৪.৪০ মিনিটে তিনি পরলোকগমন করেছেন।
তিনি ছিলেন জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সমাজতান্ত্রিক আদর্শের লড়াকু অগ্রসৈনিক, প্রগতিশীল রাজনীতিবিদ। তাঁর মুত্যুতে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। যোগাযোগ মাধ্যমে শোক গাথা, স্মৃতি, শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসংখ্য স্ট্যাটাস প্রকাশিত হচ্ছে। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চালিবন্দর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলার ভেটেরান কমরেড, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক ছাত্রনেতা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য, সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আজীবন বিপ্লবী ও নিবেদিতপ্রাণ কমিউনিস্ট, বীর মুক্তিযোদ্ধা কমরেড পুরঞ্জয় চক্রবর্তী বাবলা আর আমাদের মাঝে নেই।
আজ ভোর সাড়ে চারটার দিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। কমরেড পুরঞ্জয় চক্রবর্তী দীর্ঘদিন যাবত হার্ট ও কিডনির বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক ও বাম রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পুরণ হবার নয়।

প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সংগঠনের নেতা-কর্মি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আজ সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সিলেটের সকল প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক, সাহিত্য, সাংস্কৃতিক, শিশুকিশোর, ছাত্র, যুব গণসংগঠনসমূহ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশনের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। অতঃপর বেলা ১২ টায় চালিবন্দরস্থ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে দেশদিগন্ত মিডিয়া এবং সিবিএনএ পরিবারের পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমদেনা জানানো হয়েছে।

 

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন