প্রবাসের সংবাদ

ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

রুমেল আহমদ

ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে প্রবাসীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রুমেল আহমদ (৪০) নামে এক প্রবাসী। আজ সোমবার ভোর ৬টায় তিনি মারা যান।

রুমেল সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে। তিনি ব্রাজিলে ব্যবসা করতেন।

পরিবার সূত্র জানায়, প্রায় সাত বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রুমেল আহমদ। কয়েক বছর পর তার স্ত্রী সন্তানদেরও সেখানে নিয়ে যান। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া শহরে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।

দুই মাস আগে একটি মেলায় স্টল দিতে সাও পাওলো শহরে একা যান রুমেল। সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় গত ২৮ ডিসেম্বর তাকে সাও পাওলোর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

দেশে থাকা রুমেল আহমদের বড়ভাই পল্লী চিকিৎসক ইব্রাহিম লোদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের ৫ ভাই ও ৪ বোনের মধ্যে রুমেল ছিল চতুর্থ। গতকাল পর্যন্ত তার অবস্থা অনেকটাই উন্নতির দিকে ছিল। কিন্তু আজ ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। দুঃসংবাদটি শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছি। পরিবারের কারোরই কান্না থামছে না।’

 

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন