মুখোশের অন্তরালে কালো |||| বিশ্বজিৎ মানিক
একাত্তরে বলছিলে যা – কই গেল তা আজ
স্মরণ করে দিলেই কথা – করছো কপাল ভাজ।
স্বাধীন দেশে চিন্তা তোমার – বদলে গেল পুরো
বিভাজনের রাজনীতিটা – করছো তুমি শুরু।
পাক হানাদার শত্রুসেনা – বৈরী আমার দেশের
এদের সনে ভাবটা কেন – স্বার্থ তোমার কিসের?
সেদিন সবাই এক হলে আজ – কেনই বিভাজন
আগের মতো ব্যবসা শুরু – করলে মহাজন।
ভুলেই গেছ আমার দেশের – কত বীরাঙ্গনা
হারিয়েছিল মান সম্ভ্রম আর – পাচ্ছিল গঞ্জনা।
ভাইটি যখন হারিয়েছিল – নিজের আপন বোন
রক্ত মাথায় চাপছিল যার – করতে তাদের খুন।
তুমিও সেদিন এক সারিতে – পাতিয়েছিলে বুক
বীরাঙ্গনা বোনটি দেখে – পাচ্ছিলে যে শোক।
আজকে কেন তোমার ও ভাই – দরদটি আর নেই
একাত্তরের রণাঙ্গনে জ্বলছিলে – রূপ যেই?
শপথ করে বলছিলে ভাই – করবে জীবন দান
রক্ত দিয়ে হলেও তুমি – রাখবে বোনের মান।
বোনটি দাদা আজ অসহায় – কোথায় তোমার পণ
শত্রু ছিল সেদিন যারা – রাখছ তাদের মন!
যাদের সাথে কাঁধ মিলিয়ে – অস্ত্র হাতে নিলে
কিসের লোভে কোন কারণে – দিচ্ছ তাদের ফেলে?
ও ভাই তুমি ভুলেই গেছ – তোমার শপথ কথা
পাক প্রেতাত্মা ছিঃ ছিঃ তোমার – পুরোই জীবন বৃথা।
মিডিয়াতে দেখছে সবাই – তোমার লেখা কত
পাঠ করে তা জ্ঞান হারিয়ে – হচ্ছি আমি হত।
লিখছ তুমি এসব কথা – বিবেক কোথায় রেখে?
আল বদরও হাসছে তোমার – এসব লেখা দেখে।
একাত্তরে দেখছিল সব – কত উদার তুমি
আজ বুঝা যায় সেদিন তুমি – করছিলে বাঁদরামি।
সুযোগ পেয়ে আজকে বুঝি – মেলছ তোমার ডানা
মুরগী দেখে ঝাপটা মেরে – দিচ্ছ তুমি হানা।
সাদা রঙের মুখোশ ছিল – তোমার কালো মুখে
সুপ্ত ছিল হিংসা বিদ্বেষ – লুকিয়ে ছিল বুকে।
বাদ ভেদাভেদ ভুলেই যদি – হতে আগুয়ান
এখন থেকে অনেক বেশি – বাড়তো তোমার মান।
১৯/১২/২০২০ খ্রিস্টাব্দ।