দেশের সংবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরিপল্লীতে পাকা ধানে দুর্বৃত্তের আগুন


মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরিপল্লীতে পাকা ধানে দুর্বৃত্তের আগুন

মনিপুরিপল্লীর মৃত বলানন্দ সিংহের বাড়ির উঠানে কেটে রাখা ১৩৫ শতক জমির প্রায় ৬০ মণ পাকা আমন ধান রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। আগুনে কৃষকের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ১৮ ডিসেম্বর শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে।

জানা যায়, ১৩৫ শতক জমির প্রায় ৬০ মণ পাকা আমন ধান কেটে মৃত বলানন্দ সিংহের বাড়ির উঠানে রাখা হয় শুক্রবার বিকেলে। শনিবার এ কাটা ধান মাড়াই দেওয়ার কথা থাকলেও শুক্রবার গভীর রাতে মাড়াইর জন্য রাখা ধান আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। শনিবার ভোরে ধান মাড়াই করতে মণিপুরি বাড়িতে এসে শ্রমিকরা দেখেন মজুদ করা পাকা কাটা ধান আগুনের দাউ দাউ করে জ্বলছে। পরে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে ধানের আগুন নেভান। কিন্তু এর আগেই অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।

বলানন্দ সিংহের মেয়ে মিনতি সিনহা ও পুত্রবধূ ঝর্ণা সিনহা জানান, তাদের পরিবারের দুই পুরুষ সদস্য চাকরির কারণে বাড়ির বাইরে থাকেন। পুরুষশূন্য বাড়ি বলে বর্গাচাষি দিয়ে ধান চাষাবাদ করেন। জমির ধান কেটে মাড়াই করতে বাড়িতে এনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে সে ধান পুড়িয়ে দিয়েছে। আগুনে প্রায় ৬০ মণ ধান পুড়ে গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবর পেয়ে শনিবার সকালে এসে ঘটনাস্থল পরিদর্শন করে তাদেরকে থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন