ফিচার্ড বিশ্ব

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

যুক্তরাষ্ট্রে-ট্রেন

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫০

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। ট্রেনটি লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল। সংঘর্ষে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
অঙ্গরাজ্যটির দক্ষিণ-পশ্চিমে একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ছবিতে যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগির জানালা ও দরজা দিয়ে টেনে বের করতে দেখা গেছে।

একজন যাত্রী বলেন, মনে হচ্ছিল যে সবকিছুই ধীরগতিতে ঘটেছে। ট্রেনটি কাঁপতে শুরু করে এবং এরপর হঠাৎ উল্টে যায়। প্রচুর ধুলা আমার দিকে আসে। মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র জাস্টিন ডান বলেছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী এবং প্রায় এক ডজন ক্রু ছিলেন। ট্রেনটি একটি নুড়ি রাস্তার চৌরাস্তা অতিক্রম করছিল। সে সময় এর সামনে একটি ট্রাক চলে আসে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেল অপারেটরের (অ্যামট্রাক) তরফে জানানো হয়েছে, ক্যানসাস শহর থেকে ৮৪ মাইল (১৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত শহর মেন্ডনের কাছে একটি ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় ক্রসিং অতিক্রম করার সময়। এরপর ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটিতে ১২ জন ক্রু সদস্যও ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ পাওয়া গেছে ঘটনাস্থলে। উদ্ধার কাজের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, আশপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে দেশটির মনটানাতে এক ট্রেন দুর্ঘটনায় তিন জন নিহত হয়। এছাড়া ২০১৮ সালে ভুল করে অন্য ট্রাকে চলে যাওয়ার ফলে একটি ট্রেন অন্য একটি ট্রেনে ধাক্কা দিলে তিন জন নিহত হয়।

এফআই/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন