প্রবাসের সংবাদ

যুক্তরাষ্ট্রে মানবপাচারের দায়ে বাংলাদেশির কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে-মানবপাচার

যুক্তরাষ্ট্রে মানবপাচারের দায়ে বাংলাদেশির কারাদণ্ড

মানবপাচারে যুক্ত থাকার দায়ে মোক্তার হোসেন নামে এক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের এক আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সাজার আদেশ দেওয়া হয়।

মোক্তারকে (৩২) মেক্সিকো থেকে টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে পাচারে যুক্ত থাকার দায়ে ৪৬ মাসের এই সাজা দেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস। খবর ইউএনবির

কারাদণ্ডের মেয়াদ শেষে মোক্তার আরো তিন বছর পর্যবেক্ষণে থাকবেন বলেও এতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মোক্তার ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত টাকার বিনিময়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে পাচারের কথা স্বীকার করেছেন।

মোক্তার মেক্সিকোর মন্টেরির বাসিন্দা ছিলেন। তিনি সেখান থেকে কার্যক্রম পরিচালনার পাশাপাশি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে সেখানে এনে জড়ো করতেন।

এছাড়া তিনি অভিবাসীদের কীভাবে রিও গ্রান্ডি নদী পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করানো হবে সে বিষয়েও গাড়িচালকদের নির্দেশনা দিতেন।

মোক্তারকে ২০১৮ সালের ২৯ নভেম্বর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র অবতরণের পর টেক্সাসের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মোক্তার মোট ১৪ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রে পাচারের কথা স্বীকার করেন।

পরে ২০১৯ সালের আগস্টে মোক্তারকে দোষী সাব্যস্ত করে টেক্সাসের একটি আদালত। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী আদালতে কাউকে দোষী সাব্যস্ত করার পরবর্তী সময়ে দণ্ডের মেয়াদ ঘোষণা করা হয়। মোক্তারের ক্ষেত্রে যা ঘোষণা করা হলো বৃহস্পতিবার।

 

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন