প্রবাসের সংবাদ

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি মোস্তফা কামাল পাশার মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি মোস্তফা কামাল পাশার মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রিয়মুখ মোস্তফা কামাল পাশা মানিক আর নেই। ১০ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সী মানিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সন্দ্বীপের গাছুয়ার সন্তান মানিক যুক্তরাষ্ট্রে এসেছিলেন ৩৫ বছর আগে। এর ৫ বছর পর একবার বাংলাদেশে গিয়ে স্ত্রী-সন্তানের সাথে সাক্ষাৎ করেছেন। তারপর কেটে গেল ৩০টি বছর। গ্রিনকার্ডের সাক্ষাৎ পাননি।

সন্দ্বীপ উপজেলার গাছুয়া প্রবাসীদের সংগঠন ‘গাছুয়া জনকল্যাণ সমিতি’র সভাপতি এবং সন্দ্বীপ এডুকেশন এ্যান্ড কালচারাল সোসাইটির সেক্রেটারি মানিক ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের নির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। মৃত্যুর আগের দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাইডেন-কমলার বিজয়ে মুক্তিযোদ্ধা-জনতার উল্লাস ও মিষ্টি বিতরণ কার্যক্রমেও ছিলেন মানিক।

নির্মাণ-ঠিকাদার মানিক বাস করতেন নিউইয়র্ক সিটির ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড সংলগ্ন এলাকায়। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর বাদ এশা বাংলাদেশ মুসলিম সেন্টারে। আজ বৃহস্পতিবার রাতে তার লাশ চট্টগ্রামের উদ্দেশ্যে প্রেরণ করার কথা। তাঁর মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন