আব্দুস সাত্তার বিশ্বাস-এর তিনটি কবিতা হেনতালের লাঠি দুপুরের ঘুম কতদিন পাড়ি নি রাতের ঘুমও মনে হয় উধাও হয়ে যাবে দারিদ্র্যের কালসাপ যেভাবে আমাকে তাড়া করতে শুরু করেছে… আমি দৌড়াব না ঘুমাব… এই সময় আমার হাতে কেউ যদি একটা হেনতালের লাঠি এনে দিত… ————- সারাদিনে একটু কিছু খুঁটে খেতে পেলেই হল আমার শরীরে রয়েছে কবেকার পুরনো […]
চিঠি / বিপ্লব ঘোষ এখন এই চিঠির কোন মানে নেই। আবার তুই চলে না গেলে এই চিঠি তির তির করে বয়ে যাওয়া কোন নদীর মত আমায় জাগিয়ে রাখে আর বলে যায়– এখন তো চিঠি লেখার সময়। তোর কাছ থেকে প্রথম চিঠি পাই কালিম্পং থেকে নীল রঙের খামে। আমিও উত্তর দিতে দেরি করিনি কোনদিন। তখন মাতৃহারা […]
অপুদা’র স্মৃতি ||||| বিশ্বজিৎ মানিক কমরেড অর্ধেন্দু বিকাশ দেবরায় তাঁর কথা কি ভুলা যায় তিনি ছিলেন শান্তিবাগের ছেলে – কুশলাদি জেনে নিতেন পেলে। পড়াশোনা করে শেষ সমাজ কর্মে মনোনিবেশ বিয়ে পূজা যেথায় যখন লাগে – পাওয়া যেত তাঁকে সবার আগে। সংস্কৃতিতে ছিল মন ছায়ানীড়ের সভ্য হন খেলাঘর আর ছাত্র ইউনিয়নে – নেতৃত্ব দেন শিশু কিশোর […]