একাঙ্কিকা ||| পুলক বড়ুয়া মাঝে মাঝে আমার ভালোবাসা পর্বত চূড়ায় মাঝে মাঝে সমুদ্দুরে জোয়ার-ভাটায় মাঝে মাঝে মনে হয় বয়ে গেছে গাঁয়ের পাশ দিয়ে গাছের ছায়া বুকে নিয়ে মাঝে মাঝে মনে হয় নামে সে আলোআঁধারি হয়ে রাত্তিরে মাঝে মাঝে সৈকতে একা জনারণ্যে জনান্তিকে বালুকাবেলায় একাকিনী মাঝে মাঝে নীলিমাকে ভালোবেসে উড়ে যায় হাওয়ার ঢেউ এসে দোলা দিয়ে […]
সিদ্ধার্থ সিংহের তিনটি কবিতা ১. বর্ষাদিন আমাকে দেখলে ও ভাবে মুখ ফিরিয়ে নাও কেন? আকাশে রামধনু উঠলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে রামধনু কাউকে বলে না— তাকিয়ে আছ কেন গো? পুকুরে থোকা-থোকা কচুরিপানা ফুটলে তার ছটা সকলের নজর কাড়ে কেউ কেউ পা ডুবিয়ে জল থেকে তুলে আনে একটা-দুটো, কাউকে অপছন্দ হলেও একটু তফাতে সরে গিয়ে […]