ফিচার্ড সাহিত্য ও কবিতা

লক্ষ বছর পেরিয়ে ।।।  বিপ্লব ঘোষ

লক্ষ বছর পেরিয়ে ।।।  বিপ্লব ঘোষ


 
আমি চলে যাচ্ছি 
কিন্তু রেখে যাচ্ছি
শুধু মাত্র দুটি স্মৃতি– সুখ
মাথা উঁচু করা বাড়িখানি 

আর কিছু বই ।


 
কালের যাত্রায় একদিন 
সেই প্রিয় বই লুপ্ত হবে 
যদি অমরত্ব লাভ না করি অচিরে 
এই বাড়িও ধুলায় যাবে হারিয়ে
রইল শুধু সন্তান মোর 
একমাত্র ভালোবাসা করে আশা 
যেমন এই আমি এসেছি 
বহু লক্ষ বছর পেরিয়ে…
 
——
সুদূর 
 
কতবার ভেবেছি যাই চলে 
কিন্তু কোথায় যাবে এই– মন ! 
ফিরতে যদি সত্যি না পারি ! 
তাই যাওয়াই তো হলো না ।
যেমন সেই খাঁচার পাখি 
কতদিন কেঁদেছিল  যাবে 
দুয়ার খোলা পেয়েও আর 
কোথায় তবে কোন আকাশে !
 
তোমাকে ডাকছি সাড়া দাও 
কোথায় তুমি ওগো সুদূর 
তারো চেয়ে তুমি আরো দূর !
——-
তবে যাই …
 
সমস্ত কাগজ ,ফাইল বুঝিয়ে দিচ্ছি 
কোথায় জরুরি মোবাইলের নম্বর 
একেক করে নোট করাচ্ছি 
ছোট মেয়ে লেখে যত্ন করে 
সে এতসব ঠিক জানেনা 
ভাবছে বাবা রাগ করেছে 
দুনিয়ার যত দরকারে 
আমাকে ফোন করতে হয় 
আমার সময় বড় কম ।
 
আমার এই বোঝাগুলি নামিয়ে দিচ্ছি 
বহুকাল ধরে অনেক বয়েছি  আমি 
ডাকছে সুদূর — যেতে হবে 
জানি কারো চলে যাওয়ায় 
পৃথিবীর ছন্দপতন হতে শুনিনি 
কিছুক্ষণ মনখারাপের হাহাকার 
আবার সূর্য উঠে দিগন্তে।
 
শুধু যার যায় , তার যায় ……….
সংবাদটি শেয়ার করুন