প্রবাসের সংবাদ ফিচার্ড

লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র জন্মদিন পহেলা নভেম্বর

লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ’র জন্মদিন পহেলা নভেম্বর

আকবর হায়দার কিরন, নিউইয়র্কঃ পহেলা নভেম্বর লেখক সাংবাদিক শিব্বীর আহমেদের শুভ জন্মদিন। এ বছর নভেম্বর মাসের থ্যাংক্সগিভিং ডে উইকেন্ডে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ এবং ওয়াশিংটন ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড কালচারাল এক্সপো ২০২১ এর সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এই প্রতিভাবান লেখক সাংবাদিক। এছাড়াও তিনি ২০১১  আওয়ামী লীগ টাইমস ডট কম এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। ভয়েস অব বাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং সিইও। গত একযুগের বেশি সময় তিনি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ এর সহ সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন ।

বাংলা ইন্টারনেট মিডিয়ার পথিকৃৎদের মধ্য অন্যতম এবং উত্তর আমেরিকার বহুল পরিচিত বাংলাদেশ অনলাইন নিউজ নেটওয়ার্ক (বিডিঅন) প্রতিষ্ঠাতা শিব্বীর আহমেদ ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। লেখালেখির ক্ষেত্রে অরপি আহমেদ নামটাই বেশী ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিনি দীর্ঘদিন বসবাস করছেন। আইটি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন ওয়াশিংটন ডিসিতে। শিব্বীর আহমেদ প্রচুর লেখালেখি করেন এবং কাজের ফাঁকে সাংবাদিকতায় আর লেখালেখি নিয়েই বেশির ভাগ সময় ব্যয় করেন। প্রতিষ্ঠার পর থেকেই তিনি আমেরকিা বাংলাদেশ প্রেস ক্লাব এর সদস্য এবং বর্তমান কার্যকরি পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রেস ক্লাবের এ বছরের নির্বাচনে তিনি সহ সভাপতি প্রার্থী।

শিব্বীর আহমেদের এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৬টি। যার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, প্রেমের উপন্যাস, প্রবাস জীবনভিত্তিক উপন্যাস সহ নানা বই । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন কথায় ছড়ায় মুজিব গাঁথা, ক্ষণিক দাঁড়াও পথিক। আছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে গবেষণালব্ধ বই অগ্নিঝরা শ্লোগান জয় বাংলা। শিব্বীর আহমেদের প্রতিটি বইয়ের প্রচ্ছদ করেছেন বাংলাদেশের অন্যতম প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ এবং বইগুলো প্রকাশ করেছে বাংলাপ্রকাশ ও অনন্যার মত খ্যাতনামা প্রতিষ্ঠান।

মুক্তিযুদ্ধের উপন্যাসের মধ্য দিয়ে শিব্বীর আহমেদের প্রথম গ্রন্থ ‘বাবার হাতের প্রথম ছোঁয়া’ ২০০৯ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি প্রকাশিত হবার পর নিউইয়র্কে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তার প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক মিলনায়তনে শিব্বীর আহমেদের নতুন গ্রন্থগুলো নিয়ে বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দেশবরেণ্য সঙ্গীতসাধক, একুশে পদক প্রাপ্ত পন্ডিত রামকানাই দাশ।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লেখকের কবিতা ’বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ” নিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ’বজ্রকন্ঠে স্বাধীনতা। গানটিতে সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শফিক তুহিন। গানটিতে কন্ঠ দিয়েছেন শফিক তুহিন, ক্লোজআপ ওয়ান শিল্পী কিশোর দাস এবং সেরাকন্ঠের শিল্পী রুমানা আকতার ইতি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখা ‘শ্রেষ্ঠ সন্তান’ প্রকাশিত হয়েছে। গানটিতে মিউজিক ও সুর দিয়েছেন ইমতিয়াজ রহমান বিবেক ও ইরফানা তুষি । গানটিতে কণ্ঠ দিয়েছেন অংকুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, ইরফানা তুষি, শুভেন্দু দাস ও সুমি খান। এছাড়াও লেখকের আরো অনেক গান ইউটিউব প্রকাশিত হয়েছে যেখানে কন্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শফিক তুহিন, রুমানা আক্তার ইতি, কিশোর দাস সহ জনপ্রি শিল্পীবৃন্দ।

বাংলাদেশ থেকে ব্যবস্থাপনায় মাষ্টার্স করার পর যুক্তরাষ্ট্র এসে সফটওয়্যার ইনিজিনিয়ারিং এর উপর আবারো তিনি মাষ্টার্স করেন। সাংবাদিক হিসাবে শিব্বীর আহমেদের লেখা বিভিন্ন সংবাদ, কলাম, কবিতা, ছোটগল্প দেশ এবং প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রে সবসময় গুরুত্বের সাথে ছাপানো হয়ে থাকে। প্রবাসে সাংবাদিকতা, লেখালেখি, কমিউনিটি সেবা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ক্লোজআপ ওয়ান এ্যাওয়ার্ড, ফোবানা এ্যাওয়ার্ড, একতারা অ্যাওয়ার্ড, গুড সিটিজেন এ্যাওয়ার্ড সহ নানান সম্মান অর্জন করেছেন।

শিব্বীর আহমেদ হোয়াইট হাউস, কংগ্রেস এবং স্টেট ডিপার্টমেন্টে বহুবার অনেক ব্রেকিং নিউজ করেছেন বাংলাদেশ মিডিয়ার জন্যে। সাক্ষাতকার গ্রহন করেছেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসাইন আমু, সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিত, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি, সাবেক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ আরো অনেকের।

এছাড়া যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্র মন্ত্রী রাবর্ট ও ব্ল্যাক, নিশা দেশাই বিশাওয়াল, রাষ্ট্রদূত প্যাট্রেশীয়া বিউটিনেস, ড্যান মোজিনা, মার্শিয়া বার্ণিকেট সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাক্ষাতকার গ্রহন করেন।

পারিবারিক ভাবেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছেন শিব্বীর আহমেদ। আওয়ামী লীগ নেতা কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহকর্মী প্রয়াত আলহাজ্ব জালাল আহমেদের সন্তান। ছোটবেলা থেকেই পারিবারিক ভাবেই আওয়ামী রাজনীতিতে হাতেখড়ি। লাকসাম পাইলট হাই স্কুল, নবাব ফয়জুন্নেসা কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং বর্তমানে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগে জেষ্ঠ্য সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।

লাকসামকে জেলায় রূপান্তরিত করার আন্দোলনে গঠিত লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিব্বীর আহমেদ। লাকসামকে জেলায় পরিনত করার স্বপ্ন নিয়ে তিনি বৃহত্তর লাকসাম কুমিল্লা ঢাকা সহ বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মকান্ডে জড়িত আছেন। দেন দরবার করছেন সরকারের উচ্চপর্য্যায়ের নেতৃবৃন্দের সাথে। প্রদান করছেন স্বারকলিপি এবং তুলে ধরছেন লাকসামকে জেলায় রূপান্তরিত করবার যৌক্তিকতা। ২০১৩ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শিব্বীর আহমেদ কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো তিনি একই আসনে মনোনয়ন চাইবেন বলে আশা করছেন।

 


 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন