সাহিত্য ও কবিতা

সূত্রপাঠ ||||পুলক বড়ুয়া


সূত্রপাঠ ||||পুলক বড়ুয়া


এই পাহাড়টা তোমার
এই আকাশটা তোমার
এই বায়ুটা তোমারই
ভাবছো এ আমারই পাগলামি
এক পাগলার সঙ্গে যোগ দিয়েছি আজ আমি
আমার এ আমির সঙ্গে
আমি এক পাগলের সঙ্গে
আমি পাগলটার সঙ্গে
আমি পাগলুর সঙ্গে
আমি আমার আমাকে ভালোবেসেছি
আমি আমার আমিকে ভালোবেসেছি
আমার আদমসুরতকে নয়
আমার আত্মাকে
আমি নার্সিসাস নই
আমি আহামরি রূপবান নই
আমি আত্মহারা নই
আমি আপন দর্পণে মুগ্ধ নই
আমি আপন রূপে বিভোর ছিলাম না
আমি স্বকীয় সৌন্দর্যে মজিনি কোনোদিন
আমি স্বরচিত ভালবাসায়
একদম বুঁদ নই

নিজেকে ভালোবাসা অপরাধ নয়
কাউকে ভালোবাসা অপরাধ নয়
আমি কাউকে ভালোবাসি
আমি আমাকে ভালোবাসি
আমি আমার মতো কাউকে ভালোবাসি
আমি আমার মতো আমাকে ভালোবাসি
আমি চাই কেউ কাউকে ভালোবাসুক
আমি চাই কেউ আমাকে ভালোবাসুক
আমি চাই আমাকেও কেউ ভালোবাসুক
মধুর ভালোবাসাকে প্রিয় কেউ ভালোবাসুক
ভালোবাসাকে ভালোবাসার মানুষ ভালোবাসুক
আমি ভালোবাসাকে ভালোবাসি
আমি ভালোবাসার মানুষকে ভালোবাসি
—যার কোনো ধর্ম নেই
—একমাত্র ভালোবাসা ছাড়া
ভালোবাসার কোনো ধর্ম থাকে না
তার একটাই কর্ম, একটাই মর্ম, একটাই ধর্ম
কর্ষণই সাধর্ম্য-স্বধর্ম
কর্ষণই সকর্ম-স্বকর্ম
আমি ভালোবাসাতে ব্যস্ত থাকি না
আমি ভালোবাসাতে ন্যস্ত থাকি
আমার আকর্ষণ ভালোবাসা
আমার আদর্শবান ভালোবাসা

বিশ্বেস কর, এই এসবই আমারই
ভালোবাসাবাসিরই ভালোবাসারই ভালোবাসাটা আমার একটা আসন, বীজতলা
আমার যাবতীয় শস্যদানাবীজ, চারা

চলো, কৃষাণ-কৃষাণি হই, যুক্ত হই, পতিত হই

এইভাবে আমরা একটা
অনাবাদি ভালোবাসাবাসিকে
লাঙ্গলের ফলার মতো আবাদী জমি বানাব

আমি শ্যামলী পাহাড়কে আলিঙ্গন করেছি
আমি সুবাতাস অচেনাকে বুকে বেঁধেছি
আমি একটা নীলাকাশকে হৃদয়ে পুষেছি
আমি অতৃপ্ত আলোকে আত্মায় পুরেছি
বিনিদ্রিত-নিদ্রিত কৌটোয় ভরেছি
আমি ভালোবাসাকে মরণে পুঁতেছি

আমি এমনি এমনি পৃথিবী থেকে ঈশ্বরকে
আমার ভালোবাসার কথা পৌঁছে দিয়েছি
আমি দেয়ালের কানে কানে
মলাটের পাতায় পাতায়
অঙ্গে অঙ্গে বুনেছি তোমার কথা

অনেক হাঁটলেই পথিক হওয়া যায় না
বিপুল ভ্রমণ করলেই পর্যটক হওয়া যায় না
ভালোবাসলেই প্রেমিক হওয়া যায় না

আমরা এক পরম পীরের মুরিদ
আমরা এক পিরিতিসূত্রে গাঁথা !



সংবাদটি শেয়ার করুন